পারাগ্লাইডিং

মানালি থেকে কুল্লুর পথে অনেক গুলো আক্টিভিটি আছে। তার মদ্ধে পারাগ্লাইডিং অন্যতম।

কুল্লুর পথে যাওয়ার সময় রাস্তার দুই পাশের অনেক আক্টিভিটি সপ চোখে পরবে। যে কোন একটাতে গেলেই হবে। অথবা আপনার ড্রাইভার নিয়ে যাবে।
হালকা দামা দামি করে নিন। আমি পেয়েছি ২৫০০ রুপিতে। জনবল বেশি হলে একটু কম নেয়। সিজনাল সময় ৩০০০ -৫০০০ পর্যন্ত হয়।

টাকা পরিশোধ করার পর আপনার ড্রাইভার নিয়ে যাবে লান্ডিং জোনে। ( যেখানে আপনি প্যারাশুট নিয়ে লান্ডিং করবেন। )

কিছু সময় পর একটা জিপ নিয়ে যাবে প্রায় ৭০০০ ফুট উপরে। আসলে এই রাইড ও ইঞ্জয় করার মত। এত উচু রাস্তায় এত স্প্রিডে যাবে যে কলিজা শুখিয়ে যাবে।

এখন সময় জাম্প দেয়ার। ওরা সব ঠিক করে দিলে জাম্প দিন।

ভয় নেয় সাথে ড্রাইভার ও থাকে।

ভিডিও করার জন্য ওরা অ্যাকশন ক্যামেরা দিবে – ভাড়া নিবে ৫০০ রুপি। আমার নিজের ক্যামেরা ছিলো তাই ড্রাইভার বেশ খুশি ছিলো না।

জাম্প দেয়ার মাঝ পথে বলবে, একটু এক্সট্রা দুলবেন? – ওইটার জন্য এক্সট্রা ৫০০ নিবে। ঐ দোলা ভালোই লেগেছে।

প্রায় ৭-১০ মিনিট লাগে। বেশ মজার ছিলো। কক্সবাজারে পারাসাইকিলিং করেও এত মজা পাইনি।

Post Copied From:মুজতাহিদুল ইসলাম‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.