Ghandruk

নেপালের একটি গ্রাম। অন্নপুর্ণা রেঞ্জের এই গ্রামটি বিশেষভাবে পরিচিত অন্নপুর্ণা বেইজক্যাম্প ট্রেকিং এর জন্য।

নিচের ছবিটি এই গ্রাম থেকেই তোলা। অন্নপুর্ণা সার্কিট ট্রেকের ইনফো কালেক্টের জন্য গুগলে ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম। প্রথমে ভাবছিলাম হয়তো সার্কিট ট্রেকের কোনো গ্রাম হবে। পরে দেখি না এটি এবিসি ট্রেকের অংশ। শুধু এই গ্রাম আর তার আশে পাশের কিছু ছবি দেখে মনে হচ্ছে সার্কিট ট্রেকের আশা বাদ দিয়ে অন্নপুর্ণা বেইজ ক্যাম্পের প্ল্যান করি।
এমন সুন্দর গ্রামে জীবনে একবার না গেলেই নয়

ছবিতে দৃশ্যমান কাছেই তিনটি চুড়ার সবচেয়ে ডানেরটা হলো-

Fishtail বা Machapuchare (6993m)
মাঝখানেরটা হলো Hiunchuli (6441m)
আর একদম বামেরটা হলো Annapurna South (7219m)

আর দূরে আবছা দেখা যাচ্ছে তিনটি চুড়া-

সর্বডানে Annapurna lll (7555m)
মাঝখানে Gangapurna (7455m)
আর বামে খুব সম্ভবত Singu Chuli (6501m)

Ghandruk, Abc, Nepal

(ইনফোতে কোনো ভুল থাকিলে ক্ষমা প্রার্থী, ধরিয়ে দিলে শুধরে নিয়ে কৃতজ্ঞ হইবো।
ছবি গুগল থেকে নেয়া)

Post Copied From:Rizwan Ur-Rahman‎>Travelers of Bangladesh (ToB)