Golden Gate Bridge (San Francisc)

আকাশের রুপ নাকি ক্ষণে ক্ষণে বদলায় ঠিক তেমনি প্রকিতির রুপ ও , তার চাক্ষুষ প্রমান গোল্ডেন গেট , ঘণ্টায় ঘণ্টায় এর রূপ বদলায় , সকালে সূর্য উঠারে আগে এক উঠার পর আরেক এর পর বেলা বারার সাথে সাথে এক এক রকম দৃশ্য , আবার এক এক সাইড থেকে এক এক ধরনের আপনি পাহারের উপর থেকে এক রকম দেখতে পারবেন আবার ভিজিটর সেন্টার থেকে আরেক রকম , আবার সমুদ্রে সেইলিং টাইমে আরেক রকম ।
ছবিটি কোন এডিট ছাড়া দেয়া

কিভাবে জাবেনঃ USA ভিসা নিয়ে আমেরিকা গামী যে কোন বিমানে করে সান ফ্রান্সিস্ক ,
বিমান বন্দর থেকে নেমে উবার (অনেক খরচ আমার মতে) বা মেট্রো ধরে (10.45$) এ করে চলে জান সান ফ্রান্সিস্ক শহরে নামতে পারেন , civic center বা ferry market ষ্টেশনে । আবার আপনি ঠিক করুন কি ভাবে দেখতে চান ডাঙ্গা থেকে দেখবেন না জলে থেকে
ডাঙ্গায় থেকে দেখলেঃ
4th street থেকে Golden Gate Transport (10A ) Bus এ চরে চলে জান গোল্ডেন গেট ব্রিজ , ভারা 4.50$ অথবা Ubar , Lyft এ করে ,
জল থেকে দেখাঃ ফেরি মার্কেট থেকে ফেরির টিকিট করুন সসালিত সিটি 11.50$ নিবে ভারা ২০ মিনিটের যাত্রা এক ঢিলে কয়েক পাখি মারা পরবে ,নৌ ভ্রমন , ব্রিজ দেখা , অপারে অপুরুপ সুন্দর সসালিত সিটি দেখা , সহর দেখে ওই খান থেকে সান ফান্সিস্কর বাস এ করে ব্রিজ এর কাছে নেমে আমার কাছ থেকে দেখতে পারেন পুরো ব্রিজ

Post Copied From:Mahabub Hasan>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.