ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দুরুত্বে ঘুরে আসুন

সাধারনত সোনারগাঁ ঘুরতে আসলে, লোক ও কারুশিল্প জাদুঘর/পানাম সিটি ঘুরে ই পর্যটকরা চলে যায় কিন্তু চাইলে ই ৫০-৬০ টাকা রিক্সা ভাড়া খরচ করে পাশে ই এই বর্ষায় মেঘনা নদীর অপূর্ব সৌন্দর্য ও সাথে বৈচিত্রময় সুর্যাস্ত ও দেখতে পারেন। আর যদি নদীতে সারা দিনের প্লান করেন তবে আশে পাশে জেগে উঠা চর আছে সেখানে বনভোজন করতে পারেন এবং মায়াদ্বীপ নামে একটা চরাঞ্চাল আছে যেখানে পাবেন গ্রামীন পরিবেশ। আশা করি আনন্দময় সময় কাটবে।

ট্যুর প্লান একটু সাজিয়ে নিতে হবে –
সকাল ১০ টার ভিতর লোক ও কারুশিল্প জাদুঘরে এসে পড়ুন, বিকাল পর্যন্ত এখানে ঘুরে বের হয়ে রিক্সা নিয়ে বলুন বৈদ্যার বাজার ঘাট এ যাবেন সেখানে থেকে 300 – 400 টাকা দিয়ে ট্রলার ভাড়া করে মাঝ নদীতে চলে যান, আশে-পাশের জীবন যাত্রা দেখুন সব শেষে অপুর্ব
সুর্যাস্ত দেখে ঘাটে ফিরে এসে আলম ভাইয়ের দোকানের বিখ্যাত মালাই চা খেয়ে সেখান থেকে সিএনজি করে মোগড়াপাড়া চৌরাস্তা এসে বাসে করে ঢাকায় ফিরে যান।
#Happy_Traveling
রুট – ঢাকা- সোনারগাঁ (বাস) এ মোগড়াপারা চৌরাস্তা,সেখান থেকে রিক্সা/অটো দিয়ে লোক কারুশিল্প জাদুঘর – রিক্সা/অটো দিয়ে বৈদ্যারবাজার ঘাট।

Post Copied From;
Fahad Mahmud Shohag>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.