কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বলিয়াদী জমিদার বাড়ী

সবাইতো সাজেক যায় আমার মতো যারা গরিব মানুষ তারা সকাল-সন্ধ্যা সময়ে ঘুরে আসতে পারেন 😂

★★সংক্ষিপ্ত ইতিহাসঃ-
ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী (রাঃ) বংশধর বলিয়াদী নবাব কুতুব উদ্দিন সিদ্দিকীর পুত্র সাদ উদ্দিন সিদ্দিকী বলিয়াদী এস্টেটের প্রথম কর্ণধর ছিলেন। বর্তমান বলিয়াদী এস্টেটের মোতওয়াল্লী চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী। মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬১২ খৃস্টাব্দে বলিয়াদী এস্টেট প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই ঐতিহ্যবাহী কালিয়াকৈর বলিয়াদী এস্টেটের জমিদার চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকী। তিনি খলিফা আবু বকর সিদ্দিকীর ৩৭তম বংশধর। ( তথ্য সুত্র-দৈনিক সংগ্রাম)

★অবস্থান -বলিয়াদী ইউনিয়ন,কালিয়াকৈর উপজেলা, গাজীপুর ।

★ যেভাবে যাবেনঃ-

ঢাকার মহাখালী থেকে টাঙ্গাইলগামী বাসে কালিয়াকৈর বাইপাসে নামবেন ভাড়া ৫০-৭০টাকা,তারপর রিক্সা,CNG বা টেম্পুতে চলে যান বলিয়াদি জমিদার বাড়ি। ভাড়া যথাক্রমে ৫০,১০ টাকা পড়বে।
বাড়িটির সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।
সকিছু দেখা শেষে চলে আসুন শ্রীফলতলী জমিদার বাড়ি এটিও মুলত মুঘল সম্রাটের বাড়ি। যা বলিয়াদি জমিদার বাড়ি হতে ২কিঃমি দুরে অবস্থিত এবং কালিয়াকৈর বাইপাসের কাছেই ২০টাকা রিক্সা ভাড়া।

★জেনে নেয়া ভালো-

*এই দুইটি জমিদার বাড়ি কোনটিই সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওয়তাভুক্ত নয়, এদের বংশধরাই বর্তমান মালিক।
*খাওয়া দাওয়ার জন্য বাইপাসের পাশে ঘরোয়া রেস্তোরা নামক হোটেল আছে যা মানসম্মত।

Post Copied From:Mehedi Hasan Khan‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.