বান্দরবান জেলার লামা উপজেলা

অনায়াসেই ঘুরে আসতে পারেন ছোটখাটো রকমের এই ভূস্বর্গে।
চকরিয়া – লামা আলীকদম রোডের মিরিঞ্জা নামের এই স্থানে সকাল সাড়ে আটটার দিকে যখন গিয়ে পৌঁছাই,তখন কড়া রোদ আমাদের গায়ে এসে লাগে কিন্তু তখনো কুয়াশার চাদরে মুড়ে থাকা লামায় রোদের বিন্দুমাত্র আঁচ ও এসে লাগে নি।
শীতের সকালের প্রত্যেকটা দিন ই এখানে এভাবে শুরু হতে দেখে এ অঞ্চলের প্রত্যেকটা মানুষ।
কুয়াশার এই অসীম সৌন্দর্য ছাড়াও আছে আরো বেশ কিছু জায়গা যেগুলো ঘুরে আসা যায় সাবলীল ভাবেই।

রোড – ঢাকা – কক্সবাজার রোডের চকরিয়া টার্মিনাল নেমে বাস বা জীপে করে আসা যায় লামা।
সব মিলিয়ে হাজার তিনেকের মধ্যেই ঘুরে আসতে পারেন সবটুকু।
আসার পথের সৌন্দর্যরূপ দেখেই মুগ্ধতায় ডুবে থাকা টা অস্বাভাবিক কিছু নয়।
থাকা ও খাওয়ার জন্য লামা বাজারেই আছে বেশ ভালো মানের কিছু হোটেল।
আমরা স্বভাবতভাবেই নতুন কোন স্থানে গেলে সেটাকে খুব সুন্দর ভাবে নষ্ট করে আসার অসীম ক্ষমতা নিয়ে আসি।
আশা রাখি আমরা আর এখন সেই ক্ষমতা প্রদর্শন না করানোর চেষ্টা করবো।
হ্যাপি ট্রাভেলিং।

Post Copied From:Avishek Sharma Pranto>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.