ইন্ডিয়ান ভিসা

Dollar endorsement কোন ব্যাংক থেকে করালে ভাল হবে ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য??

উত্তরঃOnek bank a account chara korte chay na. apni Sonali Bank r Uattara Bank theke shohoje korte parben.

মহিলাদের ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশনের সময় মহিলার পেশা যদি হয় ‘গৃহিণী’ তবে পেশার প্রমাণপত্র স্বরূপ কী জমা দিতে হয়?

উত্তরঃশুধুমাত্র গৃহিনী, স্টুডেন্ট,শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের জন্ তাদের পেশাগত কাগজের পরিবর্তে উপার্জনক্ষম পিতা/মাতা/স্বামী/ভাই/বোন (ব্লাড রিলেটিভ) এর ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। ওই স্টেটমেন্টের সাথে তার (উপার্জনক্ষম ব্যক্তির) ভিজিটিং কার্ড অথবা ফটো আইডি-র কপি সংযুক্ত করতে হবে

ব্যাংক একাউন্ট না থাকলে?

উত্তর ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে ডলার এনডোর্সমেন্ট দিতে পারেন; যদিও সেটা একটু রিস্কি হয়ে যায়। একে তো দেখাতে পারছেন না আপনি কি করেন না করেন আর আপনার আয়ের সোর্স কি। স্টুডেন্টদের জন্য না হয় ডলার এনডোর্সমেন্ট কনসিডার করে এম্বেসি কারণ তারা স্টুডেন্ট আইডি দেখাতে পারে। কিন্তু গৃহিনীদের জন্য পিতা/স্বামী-র পেশাগত বিবরণ সহ ব্যাংক স্টেমেন্ট দেওয়াটা mandatory বলা যায়। কারণ গৃহিনীদের কোনও পেশাগত আইডি নেই বলা যায়।

ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা নিয়েছি। এখন যদি বর্ডারে ডলার দেখতে চায়, সেক্ষেত্রে কি করবেন?

উত্তর Statement er copy rakhben ar beshi kichu bolle 100 tk nibe ei ja, eto complicated kichu na, oeke beshi chalaki korte jeye bipode pore khamakha.

Leave a Reply

Your email address will not be published.