একদিনের ট্যুর

গুলিয়াখালি সী বিচ: অনেক সুন্দর এক জায়গা, অনেকটা ম্যানগ্রোভ বনের ফিল পাওয়া যায়।, সাথে সামনে অথৈই সমুদ্র

যাতায়াত:

ঢাকা থেকে বাসে উঠে সীতাকুণ্ড বাজার।
বাজার থেকে সিএনজি নিয়ে আন্ডারপাস দিয়ে রাস্তার উল্টো পাশে গিয়ে ড্যাম পর্যন্ত, সেখান থেকে পা এ হেটে অথবা বোটে করে (২০০/- রিজার্ভ নিয়েছিল) গুলিয়াখালি সি বীচ। অসাধারণ এক জায়গা

Post Copied From:Basirul Alam Patwary‎>Travelers of Bangladesh (ToB)

গুলিয়াখালী সী বীচ

নিরিবিলি সময় কাটানোর পারফেক্ট একটা জায়গা, এই বীচের সৌন্দর্য অনন্য বীচের চেয়ে একটু অন্যরকম। সবুজের খন্ড খন্ড অংশগুলো এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। জোয়ারের সময় পানি কাছে চলে অাসে তখন দেখতে অারো বেশি সুন্দর লাগে। যাওয়ার পথে কিছুটা কাদা পাড় হয়ে যেতে হবে। যাদের কাদায় এলার্জি তারা বিকেলবেলা করে যাবেন, ঐ সময় বাটা থাকায় কাদা কিছুটা শুকানো থাকে।

যেভাবে যাবেন : ঢাকা/চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড বাজার, বাজার থেকে সি এন জি কে গুলিয়াখালী বীচ বললে নিয়ে যাবে। ভাড়া ১৫০ টাকা, রিজার্ভ করে নিবেন ৩০০ টাকা দিয়ে কারন ব্যাক করার সময় গাড়ি পাবেন না।

Post Copied From:Omar Faruq‎>Travelers of Bangladesh (ToB)