পঞ্চগড় থেকে সিনিওলচুর দর্শন

পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আশে পাশের আরো কয়েকটি পর্বত দেখা যায় তারমধ্যে অন্যতম সিনিওলচু ।
সিনিওলচু দেখার জন্যই যখন আজ বাংলাবান্ধার কাছাকাছি পৌছালাম তখন ভোর ছয়টা বাজতে ৫ মিনিট বাকি ।এবার উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা নয় । সিক্কিম এ অবস্থিত সিক্কিম এর সর্ব উচ্চ পর্বত গুলোর একটি ‘সিনিওলচু’ । সবচেয়ে সুন্দর বরফ পর্বত গুলোর একটি বিবেচনা করা হয় সিনিওলচুকে । কাঞ্চনজঙ্ঘার চুড়ো থেকে পুর্ব দিকে একাকি দাঁড়িয়ে আছে সিনিওলচু , চুড়োয় সোনালী আভা । নিচে ধানের ক্ষেতেও সোনালী রঙ । ভোরের সোনালী আলোয় তা আরো জ্বলজ্বল করছিল । গত বছর দেখেছিলাম জেনেছিলাম সিনিওলচুর কথা কিন্তু তেমন ছবি তোলা হয়নি । ১৯৩৬ সনে ৬৮৮৮ মিটার উচ্চতার পর্বতটি সর্বপ্রথম জয় করেন জার্মান পর্বতারোহী কার্ল উইয়েন । পরে সিক্কিমিজ পর্বতারোহী সোনাম গ্যাটসো ও সিনিওলচু জয় করেন ।
পঞ্চগড় এর সব যায়গা থেকে সিনিওলচু দেখা যায় না । তেতুলিয়া ডাক বাংলো থেকে অল্প একটু দেখা যায় কিন্তু বোঝা যায়না । কারন সামনে দার্জিলিং এর পাহাড় সারি পড়ে যায় । তেতুলিয়া থেকে যত পুর্বে যাওয়া যায় ততই ভালো দেখা যায় সিনিওলচু । এই ছবি শালবাহান এর পূর্বদিকে এক গ্রাম থেকে তোলা ।
পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন এর পাশাপাশি বোনাস হিসেবে সিনিওলচুর ও স্মৃতিও গেথে নিতে পারেন মনে ।
দেখতে আসা সম্পর্কিত যেকোন তথ্যের জন্য ইনবক্স করতে পারেন ।

পঞ্চগড় এ স্বাগতম 🙂
হ্যাপী ট্রাভেলিং