রাস্তা এত খারাপ। এর খারাপ যে কিডনি-লিভার নষ্ট হয়ে যাবার উপক্রম হবে। তা সত্বেও এই গ্যারান্টি দেয়া যাবে যে আপনার কষ্ট বিফলে যাবে না, এতোই সুন্দর ভোলাগঞ্জ।
তাই আমি বলি ভোলাগঞ্জ: যে স্বর্গে যেতে হয় নরকের রাস্তা দিয়ে!
ঢাকা থেকে সিলেট বাসে। বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে সালুটিকর। তারপর পাথরের ট্রাক থামিয়ে ট্রাকে করে ভোলাগঞ্জ।
সিএনজিও যায় সিলেট শহর থেকে। সাতশো থেকে হাজার টাকা নিবে শুধু যাওয়া।
কমেন্টে দেয়া ভিডিও দেখুন। জায়গাটা সম্পর্কে ভালো একটাটা আইডিয়া পাবেন।
লক্ষ্য করুন: রাস্তা খারাপ বলেই হয়তো জায়গাটা এখনো জনশূণ্য আছে, দূষিত হয়নি। আপনারা যারা যাবেন তাদের প্রতি অনুরোধ ভুলেও প্লাস্টিক, পলিথিন বা পরিবেশ দূষণ করে এমন কোন কিছু ফেলে আসবেন না। আমাদের পূর্ব পুরুষরা যুদ্ধ করেছেন-রক্ত দিয়েছেন, আর আমরা নিজের দেশের জন্য এইটুকু কাজ কি আমরা করতে পারবোনা?
Post Copied from:Apu Nazrul>Travelers of Bangladesh (ToB)