সরিষা ফুলের মহাসমুদ্র

এইটা হলুদের সমুদ্র নাহ, মহাসমুদ্র!!
স্থানঃ চান্দের পাড়া; নরসিংদী।
ছবি ও পোস্ট কৃতজ্ঞতাঃ এস এম রিফাত
.
কিভাবে যাবেনঃ বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে নরসিংদী নতুন বাসস্টপেজ( ঢাকার গুলিস্তান অথবা মহাখালি থেকে ১০০ টাকা ভাড়া)- রিকশা অথবা অটোবাইক করে সাটিরপাড়া রজনীগন্ধা মোড়( ৫/১০ টাকা)- সাটিরপাড়া থেকে অটোবাইকে করে সুইচ গেট বাজার অথবা (১৫/২০ টাকা)!

সাটিরপাড়া থেকে কিছুক্ষন গেলেই বাম পাশে চোখে পড়বে হলুদের সমারোহ এবং পাবেন সরিষা ফুলের ঘ্রাণ! চান্দের পাড়া থেকে যতই সামনে যাবেন ততই ভাল লাগবে! হলুদের এই সমারোহ পাশেই বয়ে যাওয়া মেঘনা নদীর সৌন্দর্যকেও ম্লান করেছে!
এছাড়াও আপনি এখানের সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ অবলোকন করতে পারবেন।

সুইচগেট বাজারে ছোট ছোট খাবারের দোকান আছে; ওখানেই সকাল অথবা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন!
বি.দ্র: গ্রামের মানুষের সাথে ভাল আচরণ করুন এবং সরিষাখেত নষ্ট করবেন না। আশা করি পর্যাপ্ত সময় নিয়ে আসবেন!

Post Copied From:Shopnil Mithun‎>Travelers of Bangladesh (ToB)