ঝুলন্ত ব্রীজ থেকে বোট ভাড়া সারাদিনের জন্য ১০০০/১৫০০ । আপনাদের সন্ধ্যা পর্যন্ত কাপতাই লেকের বিভিন্ন স্পটগুলোতে নিয়ে যাবে । কাপতাইলেকের টুরিস্ট জোন হিসেবে পরিচিত সর্বশেষ স্পট হলো শুভলং বাজার। এই অসাধারন বাজারটির একটি নান্দনিক বৈশিষ্ট্য হলো প্রত্যেক বাজার দিন খুব ভোর থেকে শুরু হয় এখানে চট্রগ্রাম থেকে আগত ফল ও সবজি ব্যাবসায়ি আর স্থানীয় উপজাতিদের ফল ও সবজি বোঝাই শতশত নৌকো । বিকিকিনিও চলে নৌকাতেই। খুবই সস্তায় সবকিছু বিক্রয় হয়। আমরা একটা বিশাল কলার কাদি কিনেছিলাম ৫০ টাকা দিয়ে। এখান থেকে চাইলে পাহাড়ের উপরে অবস্থিত উপজাতিদের গ্রাম ঘুড়ে আসতে পারেন। আর ডাঙায় অসংখ্য দোকান রয়েছে উপজাতিদের ,খুজে দেখলে অনেক বৈচিত্র্যময় জিনিস পাবেন। ছবিটি পাহাড়ের উপর উপজাতিদের গ্রাম থেকে তুলছিলো আমার এক বন্ধু
POst Copied From:Rafsan Talukder>Travelers of Bangladesh (ToB)