জায়গা টা আসলে ঢাকা জেলার ভেতরেই ,
ট্যুর দূর হলেই বেশি মজার,কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক জায়গা থাকে যা তত টা ও খারাপ না, শুধু কাছে বলে অগচরেই থেকে যায়
তেমন ই একটা জায়গা মৈনট
আগামীকাল ছুটি ,কই যাওয়া যায়, হঠাত করে মনে পড়ল মৈনট নাম টা,অনেকেই গেছে,তো ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা ,আবার মনে হল এইটা তো ঢাকার বাইরের মতই,রাত ১১ টায় ই ৫ বন্ধু মিলে প্ল্যান করলাম যাওয়ার
সকাল ১০ টায় গুলিস্তান থেকে বাসে উঠলাম,বাসের নাম যমুনা
যমুনায় উঠলে ওইটা একেবারে পদ্মায় পৌছায় দিবে , ভাড়া -৯০ /= কিন্তু আগে বলে উঠলে ৭০ টাকায় ও যাবে মনে হয়, সময় লাগে মাত্র দেড় ঘন্টা
এসে গেল মৈনট,
নেমে দুপুরের খাবার টা খেয়ে নিলাম,ভরতা, ইলিশ আর চিংড়ি দিয়ে ভাত,খাওয়া দাওয়া নিজের মত যা খুশি খেতে পারেন,তবে দাম টা আগে ঠিক করে নিবেন
এর পর নদীতে নামার পালা……
আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আকাশ অনেক মেঘলা ছিল, ওই আবহাওায় পদ্মায় চিল করার মজাই আলাদা, আর নদী তে ভালই পানি ছিল,যা কক্স-বাজারের মতই লাগছিল তখন প্রায়
যারা সাতার জানেন শুধু তারাই নামবেন দয়ে করে,কারন বর্ষাকালে স্রোত অনেক বেশি থাকে,একবার বেশি দূরে গিয়ে নদীর ঘূর্ণিঝড়ে পরলে সমস্যা
তাছারা এমনেই অনেক দূর যাওয়া যায়
বিকাল টা গোসল করেই কাটায় দিলাম, শেষের দিকে নামল বৃষ্টি , এই দৃশ্য অবর্ণনীয়
গোসল করে পাশেই জজবাড়ি টা ঘুরে দেখলাম,ওইটা রাস্তায় ই পড়ে
এর পর বাসে উঠে ঢাকা ব্যাক
আমাদের মাথাপিছু খরচ ছিল বাস ভাড়া- ১৮০ টাকা
আর দুপুরের খাবার- ১৫০, যদিও এত খাবার সবাই খাবে না
আমরা খরচ আরো কমাতে পারতাম
মোটামুটি ৩০০ টাকায় ই সুন্দর একটা দিন কাটিয়ে আসতে পারবেন
বি;দ্র; আবহাওয়ার উপর মৈনট এর সৌন্দর্য নির্ভর করে
আমাদের মত ভাগ্যবান আপনি না ও হতে পারেন
তো সবার জন্য সুভেচ্ছা রইল,আর ভুল কিছু লিখে থাকলে অত্যন্ত দুঃখিত
Post Copied From:Nihal Asif Khan>Travelers of Bangladesh (ToB)