সিলেট এর আকর্ষনীয় ভোলাগন্জের সাদাপাথর

সিলেট এর আকর্ষনীয় জায়গা গুলোর মধ্যে অন্যতম। প্রথম আলোতে রিপোর্ট আসার দুই দিন পর আমরা কলিগরা ৬ জন মিলে যাই না দেখা সেই জায়গার ,” ভোলাগন্জের ” সাদাপাথর দেখতে। অসাধারন জায়গা। পাহাড়গুলোর ওপাশেই ভারতের চেরাপুন্জি। রোদে সাদাপাথরগুলো চিকচিক করে। অসাধারন প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি সেখানে দেখতে পাবেন আগের কালে বৃটিশরা পাথর তুলে কিভাবে তারের ক্রেন দিয়ে অন্যত্র পরিবহন করত। তার কিছু থেকে যাওয়া নিদশর্ন। সেখানের পানিটা খুব স্বচ্ছ আর শীতল। বৃষ্টির দিনে গেলে ভালো।সরাসরি নৌকা দিয়ে একদম জায়গায় যাওয়া যায়। সিলেট ননগরীর আম্বরখানা থেকে সিএনজি করে উমাইয়ারগাও নৌঘাট।জনপ্রতি ভাড়া ৫০ টাকা। তারপর নৌঘাট থেকে একটি নৌকা নিয়ে সরাসরি স্পটে। নৌকা ভাড়া ৩০০০-৩৫০০ টাকা রাখবে। নৌকাতে ১০-১২ জন ধরবে

Post Copied From:নির্ঝর নাসির‎>Travelers of Bangladesh (ToB