মেধশ মণির আশ্রম,বোয়ালখালী

প্রকৃতি আর পাহাড়ের মাঝে ঘেরা এই আশ্রমটি। পল্লী প্রকৃতি আর সুউচ্চ পাহাড়ে সিঁড়ি বেয়ে পথচলা। পাশে তাকালে চোখে পড়ে কুয়াশাচ্ছন্ন পাহাড়ের এক খন্ড চিত্র,রয়েছে কিছু প্রতিকৃতি।

কীভাবে যাবেন :

চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনালের অপজিটে কিছু লোকাল টেম্পু দেখতে পাবেন। কানুনগো পাড়া পর্যন্ত যাবে,ভাড়া জনপ্রতি ২৫ টাকা। ওখান থেকে নেমে একটু সামনে মেধশ মণির আশ্রমে যাওয়ার লোকাল সিএনজি পাবেন। লোকালে গেলে ৩০ টাকা, আর রিজার্ভ গেলে ১৫০-২০০ টাকা পড়বে। আমরা রিজার্ভ গিয়েছিলাম।

করণীয় :

আশ্রমটা পাহাড়ের উপরে হওয়ায় সবকিছু হাতের নাগালে তেমন একটা পাওয়া যায় না। পানির বোতল, কিছু ড্রাই ফুডস সাথে রাখতে পারেন। দুপুরে লান্সের জন্য আগে থেকে টোকেন নিয়ে রাখতে হয়। জনপ্রতি ৭০ টাকা পড়বে। বাকী সময় টা মন্দিরের এদিক ওদিক ঘুরে দেখতে পারেন।

অসংখ্য সিড়ি বয়ে পাহাড়ে পথ চলাটা আমার কাছে অসাধারণ লেগেছে। হ্যাপি ট্রাভেলিং

Post Copied From:সুমিত পাল‎>Travelers of Bangladesh (ToB)