বেঙ্গালুরুর নিশিভ্রমন

বেঙ্গালুর অনেক ঠাণ্ডা স্বভাবের এর গোছান , ৮০% রাস্তায় ই কোন ময়লা পাবেন না , যত রাত ই আপনি বের হন না কেন কোন ভয় নাই যে কেহ আপনাকে আটকাবে , দিনে ভিড় জঞ্জাল হাজার ও মানুষের দৌড় ঝাপ , ছবি তুল্লে মাইন্ড করে , কিন্তু রাত এ উল্টো রাত ৮ টা বাজলেই সব গুছান শুরু করে ৯ টার পর কেহ নাই সব দোকান পাট বন্ধ , কিন্তু তখন আরেক দৃশ্য , আপনি কোন বাজারের মাঝে দিয়ে হেটে গেলে দেখবেন অরা আগামী দিন সকালে বিক্রির জন্য তরকারী কিংবা ফুল সাজাইয়া রেখে গেছে , কেহ হাত ও দেয় না , মনে হল এই শহরে চোর নাই
প্রতিদিন কিছু কিনুক আর না কিনুক ফুল কিনবেই , একটা ছোট ডালাতে ফুল নিয়ে দোকান , অফিস এর সামনে রাখে , ওদের থেকে জানলাম সনাতন ধর্মের মহিলারা বিভিন্ন ফুলের মালা মাথায় দেয় , আর মুসলিম মেয়েরা কাঠ বেলি টাইপের মালা দেয় ,
নানা দেশ নানা রং আজ এ পর্যন্ত ই ছবি ইয়াসবান্তপুর ফুল বাজার থেকে নেয়া