(গুঠিয়া,বরিশাল)। এতো সুন্দর মসজিদ বাংলাদেশে সম্ভবত খুব কমই রয়েছে।প্রায় ২৫ একর জমির উপর পুরোপুরি আধুনিক ভাবে নির্মাণ করা হয়েছে এই মসজিদ টি।পশ্চিম পাশে রয়েছে অসংখ্য ফুলের বাগান এবং হেলিপ্যাড,পূর্ব দিকে রয়েছে সুবিশাল নার্সারি, গোরস্তান, লেক ও কারুকাজ করা বসার জায়গা।উত্তর দিকে রয়েছে ঈদগাহ। দক্ষিণ দিকে রয়েছে মেইন গেট ও বাগান।মহিলা-পুরুষ উভয়ের জন্যই আছে ওয়াশরুম ও নামাজ পড়ার জায়গা।রাতের বেলা আরো সুন্দর হয়ে উঠে এই মসজিদ শুধুমাত্র এর লাইটিং এর জন্য।আর সবথেকে সুন্দর ব্যাপার হল এর তিন দিকেই রয়েছে সুবিশাল লেক।পাবেন বিভিন্ন প্রকার গাছ।সবাই প্রবেশ করতে পারে।খাবার নিয়ে ঢুকতে পারবেন কিন্তু পরিচ্ছন্নতা বজায় রাখবেন।ঢুকতে কোন টিকিট লাগেনা।বরিশাল শহর থেকে মাত্র ১২ কি.মি. দূরত্ব। পাশেই রয়েছে শের-ই-বাংলা জাদুঘর।
Post Copied From:Sujon Sikdar?Travelers of Bangladesh (ToB)