একদিনের বাগেরহাট ট্যুর

সুন্দরবনের কোলঘেষে যে জেলা সেটি হলো বাগেরহাট।এখানে দেখারমত অনেক কিছুই আছে। তারপরো সময় কম থাকলে একদিনেই দেখে আসতে পারেন,ষাটগুম্ভুজ মসজিদ,হযরত খানজাহান আলীর মাজার ও চন্দ্রমহল ইকো পার্ক।

কিভাবে যাবেন
ঢাকা থেকে ★
ঢাকার গুলিস্তান থেকে খুব ভোরে খুলনার বাসে উঠবেন পথে বাগেরহাট নেমে যাবেন সেখান থেকে আটো রিক্সা করে চলে যাবেন মাজারে।মাজার জিয়ারত করে ও পুকুর দেখে আবার আটোরিক্সা করে চলে যাবেন ষাটগুম্ভুজ মসজিদে।মসজিদ দেখে চলে যাবেন আটোরিক্সা নিয়ে চন্দ্রমহল ইকোপার্কে।পরে সেখান থেকে ভ্যানে মেইনরোডে এসে চলে আসবেন খুলনা, রাতের বাসে ঢাকা।

খরচাপাতি ★★
ঢাকা টু বাগেরহাট ৩৫০
অটোভাড়া বাগেরহাট থেকে মাজার ১০ টাকা,মাজার থেকে মসজিদ ১০.মসজিদের প্রবেশমূল্য ২০ টাকা।মসজিদ থেকে চন্দ্রমহল ৬০ টাকা, চন্দ্রমহলের প্রবেশমূল্য ৫০ টাকা।চন্দ্রমহল থেকে মেইনরোড ১০ টাকা। সেখান থেকে খুলনা ৪০ টাকা,রাতে একটু খুলনা ঘোরে রাতের বাসে ঢাকা ৪০০ টাকা।
খাবার ★মাজারের সামনে ৫০ টাকা দিয়ে দুপুরবেলা খেতে পারবেন আর রাতে মাওয়াতে খাবেন ১২০ টাকা।
মোট ১২০০ টাকা।
বি.দ্রঃ মাজারে মোবাইল সবধানে ব্যাবহার করবেন।আর খাবার দামাদামি করে নিবেন।

Post Copied From:Bijoy Babu‎>Travelers of Bangladesh (ToB)

১৫০০ টাকায়ে বাগেরহাট ভ্রমন

মাত্র একদিনে ঘুরে আসতে পারেন বাগেরহাট।

আনুমানিক খরচ : 1500/=
.
স্পট: সুন্দরবনের করমজল ইকো পার্ক, মংলা সমুদ্র বন্দর, ষাট গম্বুজ মসজিদ, সিঙ্গাইর মসজিদ, খান জাহান আলীর মাজার।
.
খরচ ও শিডিউল:

সন্ধ্যায় (6 টা থেকে 7টার মধ্যে) সায়েদাবাদ বাস কাউন্টার থেকে সরাসরি মংলা যাত্রা (সুন্দরবন বা পর্যটক বাস, ভাল বাস নেই)। বাস ভাড়া 400/=, মাওয়া ঘাটে রাতের খাবার ইলিশ দিয়ে খেয়ে নিবেন, খরচ 100/=।

একদম সকালে মংলা পৌছাবেন, প্রথমে নাস্তা করে(50/=) সুন্দরবনের করমজল যাওয়ার জন্য ট্রলার ভাড়া করবেন । চার পাঁচ জন গ্রুপ করে যাবেন, রিজার্ভ করতে খরচ পরবে 800-1000/= (পারহেড 200/=), অবশ্যই দরাদরি করতে হবে। এখানে দুইটা পর্যন্ত ঘুরবেন।

মংলা এসে দুইটা থেকে তিনটার মধ্যে মংলা বন্দর ঘুরবেন এবং দুপুরের খাবার খেয়ে নিবেন (খরচ 100/=)। তবে পুলিশকে ম্যানেজ না করতে পারলে বন্দরের ভিতরে ঢুকতে পারবেন না। তিনটায় বাগেরহাটের বাসে উঠে ষাট গম্বুজ মসজিদ যাবেন।

চারটার মধ্যে ষাট গম্বুজ মসজিদ পৌছাবেন ,বাস ভাড়া ও টিকেট মিলে খরচ 70-80/= পারহেড।

ষাট গম্বুজের পাশেই সিঙ্গাইর মসজিদ। এখানে মাগরিব পর্যন্ত থাকবেন।

মাগরিবের পরে অটোবাইকে খান জাহানের মাজারে যাবেন, ভাড়া পারহেড 10/=, এখানে রাত নয়টা পর্যন্ত থাকবেন। এখানে চিংড়ি মাছ দিয়ে রাতের খাবার খেয়ে নিবেন। খরচ পারহেড 100/=।

নয়টায় অটোতে বাগেরহাট বাসস্ট্যান্ডে যাবেন, ভাড়া 15/=, দশটার দিকে ঢাকাগামী বাস পাবেন। ভাড়া 370/=, সকালে ঢাকা পৌছে যাবেন।

খরচের হিসাব:
400
100
50
200
100
80
10
100
15
370
_______________
1425 টাকা মাত্র।

post Copied From:Nayeem Ahmad>Travelers of Bangladesh (ToB)

দর্শনীয় স্থানের মধ্যে প্রধান হলো ষাট গম্বুজ মসজিদ

বাগেরহাট জেলায় অনেক গুলো দর্শনীয় স্থানের মধ্যে প্রধান হলো #ষাট_গম্বুজ” মসজিদ।
World Heritage এ স্থান পাওয়া এই মসজিদটি সম্পর্কে মাধ্যমিক পর্যায়ে Comprehension পড়েনাই এমন লোক খুজে পাওয়া মুশকিল।

বাগেরহাট বাংলাদেশের একটি ঐতিহাসিক শহর।

ঢাকার সায়েদাবাদ থেকে বাগেরহাট যাওয়ার জন্য অনেক গুলো বাস রয়েছে তার মধ্যে দোলা, আরা, হামিম, ফাল্গুনী এগুলোর সার্ভিস ভাল। ভাড়া নিবে ৩৫০ টাকা।

ঢাকা থেকে বাগের হাট যাওয়ার পথেই রাস্তার পাসে ষাটগম্বুজ মসজিদ অবস্থিত। আপনে সেখানেই নেমে যেতে পারেন। রাতের গাড়িতে গেলে ভোরবেলায়ই নামিয়ে দিবে। সকালের নাস্তা করে ষাটগম্বুজ, একগম্বুজ এবং ঘোড়া দিঘি দেখা হয়ে যাবে ৯ টার মধ্যে।
সেখান থেকে অটো করে চলে যাবেস খান জাহান আলীর মাজার। ভাড়া জন প্রতি ১০ টাকা নিবে। এখানে দেখতে পাবেন খান জাহান আলীর মাজার, বিশাল দরগা দিঘি, দিঘির কুমির, জিন্দা পীরের
মসজিদ এবং ১০ গম্বুজ মসজিদ। ১২ টার মধ্যে এসব স্থান দেখা হয়ে যাবে।
অতপর আপনি শহরে গিয়ে দুপুরের খাবার খেয়ে চলে যেতে পারেন #চন্দ্রমহল । বাগেরহাটের ফকিরহাট উপজেলার রঞ্জিতপুর গ্রামে অবস্থিত এই ইকোপার্ক টি খুব ই সুন্দর একটি পর্যটন কেন্দ্র। ৩৫ একট জমির উপর প্রতিষ্ঠিত এই পার্কে তাজমহলের ন্যায় চন্দ্রমহল নামে একটি নয়নাভিরাম মহল রয়েছে যার চারিপাশে সচ্ছপানির দ্বারা বেষ্টিত। মহলে যাওয়ার জন্য রয়েছে পানির নিচ থেকে কাচের তৈরী বিশেষ পথ যেখানে আপনার নিজেকেও মাছ বলে মনে হতে পারে।সারা বিকেল সেখানে ঘুরে সন্ধার দিকে আবার শহরে এসে ঢাকার বাস ধরে চলে আসতে পারবেন ঢাকায়।
মাত্র একদিনে এমন সুন্দর টুর কম ই দিতে পারবেন।

তবে চাইলে আর একদিন থেকে ঘুরে আসতে পারেন মংলা পোর্ট, পশুর নদী সহ #সুন্দরবন। চন্দ্রমহল থেকে মংলা পোর্ট এবং সুন্দরবন খুব দূরে নয়

Post Copied From:Emdadul Hoque‎>Travelers of Bangladesh (ToB)

দেখার মতন কি কি আছে?

খুলনা,সাতক্ষিরা বাগেরহাট ও গোপালগঞ্জ এ দেখার মতন কি কি আছে?

রুট: খুলনা _ সাতক্ষীরা _ বাগেরহাট _ গোপালগঞ্জ _ ঢাকা।
উত্তরঃখুলনার লোকেশন গুলা কমন, তাই আলাদা করে না বলি।
সাতক্ষীরাতে বনবিবির বটতলা (মিস না করা ভাল হবে), জমিদার বাড়ি এবং শেষে ইছামতি নদীর পাড়ে গেলে ভাল লাগবে। তিনটি লোকেশানই কাছাকাছি। হাতে সময় সাতক্ষীরার নীল্ডুমুরিয়ায় যেতে পারেন (দূর আছে। সুন্দরবনের নাকের ডগায়)। ঐখানে ডাক বাংলো আছে। অনুমতি সাপেক্ষে থাকা যায়। নৌকা নিয়ে আশেপাশে ঘুরতে পারবেন এবং সুন্দরবনের ক্রমে হারিয়ে যাওয়া সৌন্দর্য ঐখানে গেলে উপভোগ করতে পারবেন।
ফিরতি পথে নড়াইল হয়ে আসতে পারেন। ঐখানে এস.এম সুলতানের চিত্রকর্ম ও আরো কিছু স্থানীয় লোকেশানের দেখার সাথে চারিদিকে পানি বেষ্টিত চিত্রা রিসোর্টে একটি রাত কাটালে পয়সা উসুল হবে আশা করি।

খাওয়ার মতন কি কি আছে? আর মোটামুটি মানের থাকার হোটেল কি আছে?

উত্তরঃkhoroch to person to person vary kore! apne ki diya lunch korte chan sheta main issue! chaile 60/- diyao lunch sharte paren! abar 160/- diyao Lunch sharte paren!!
hotel o same…. more or less per day 1100-1300/- hovche akta decent budget!! amra er moddhei thakar cheshta korbo! tar poreo kono must item try korte giye jodi khoroch bare to barteo pare!!
BTW apni chaile add hoite paren! but minimum 2 jon add hoite hobe! naile loss!!