পিকনিক স্পট

পিকনিক স্পট ,মহেড়া জমিদার বাড়ি ,টাঙ্গাইল । ঢাকার মহাখালী /কল্যাণপুর বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল গামী বাসে উঠে পুলিশ রোড নেমে সিএনজি নিয়ে জমিদার বাড়িতে যেতে পারেন . সম্প্রতি খুব সুন্দর একটা পিকনিক স্পট তৈরী করা হয়েছে।

Related Post:

1. টাঙ্গাইলের মহেড়া জমিদারবাড়ি

2. বাংলাদেশ পুলিশ টেনিং সেন্টার মহেড়া মির্জাপুর।

3. টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত প্রাচীন জমিদারবাড়ি মহেড়া।

4. টাঙ্গাইল জেলা ভ্রমণ সহায়িকা

বাংলাদেশ পুলিশ টেনিং সেন্টার মহেড়া মির্জাপুর।

কৃতির সাথে কিছু সময় কাটানোর জন্য এটা একটি অনবধ্য জায়গা, পরিবার নিয়ে কাটিয়ে দিতে পারেন একটি সুন্দর দিন। বাংলাদেশ পুলিশ পরিচালিত এই পার্কের চারদিকে আছে সবুজ বেষ্টিত অসংখ্য গাছ। যে দিকে তাকাবেন চারদিকে সবুজ আর সবুজ যা আপনার মন ও মস্তিষ্ককে এক অন্য রকম ভালো লাগা এনে দিবে। খুব পরিস্কার পরিপাটি গুছানো একটি পার্ক যা আমি আগে কখনো দেখিনি তাই আজকে ২য় বারের মত ঘুরে আসলাম। সত্যিই ভালো লাগার এক সুন্দর স্থান এটি। আর নিরাপএার কথা বলতে গেলে সর্বচ্চোটা পাবেন কেননা সব জায়গায় পুলিশ কর্মকতা নিয়োজিত থাকে। তাই আজই ঘুরে আসুন এই পার্ক থেকে।
যে ভাবে যাবেন

ঢাকা মহাখালী থেকে টাঙ্গাইল গামী বাস ছেড়ে যায় আপনাকে নামতে হবে ধল্লা নামক বাজার কিংবা নাসির গাল্স ফ্যাক্টরিরর সামনে। সেখান থেকে সিএন জি নিয়ে সোজা পুলিশ টেনিং সেন্টার মহেড়া এছাড়া আপনি ট্রেনে যেতে পারবেন ইয়ারপোট থেকে টাঙ্গাইল মহেড়া উদেশ্যে ট্রেন ছেড়ে যায়।

Post Copied From:Rohul Amin>Travelers of Bangladesh (ToB)