সন্দীপ , চিটাগাং

সুন্দরবনের স্বাদ পেয়ে আসুন সন্দীপে…..

যেভাবে যাবেন–
ঢাকা থেকে চিটাগাং এর বাসে যাবেন … রাতে যাওয়া ভাল …. নামবেন বাশবাড়িয়া বাজার এ… 
তারপর সিএনজি তে করে চলে যান বাশবাড়িয়া সি বিচ এ ..
সকাল বেলা ভাটা থাকে …
এর জন্য যাওয়া আসার স্পিড বোটে টিকে ট কেটে ঘুরে আসুন সন্দীপ ….
যাওয়া আসা ৫০০ জন প্রতি ….

৩০ মিনিট লাগে যেতে অস্থির অনুভুতি

অইখানে নেমেই দোকান দেখবেন ডাবের দাম মাত্র ২৫ টাকা …
আশেপাশে সুন্দরবনের মত বন দেখতে পাবেন ।দুপুরের আগেই চলে আসুন
তারপর বাশবাড়ি্য়ার জোয়ার চলে আসবে …

Post Copied From:Insaad Khan Riyad‎>Travelers of Bangladesh (ToB)

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

অনিন্দ্য সুন্দর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত; তবে তা জোয়ারের সময়। সকালের দিকে গেলে নিরানন্দ লাগবে, যেতে হবে দুপুরে তখন জোয়ারের টান থাকে। ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকেন মিহি অনুভূতি দিয়ে পায়ের পাতা ছুঁয়ে যাবে সমুদ্রজল।

সহজপথ- দেশের যেকোনো স্থান থেকে একে খান মোড়। সেখান থেক লোকাল বা দূরপাল্লার বাসে বাঁশবাড়িয়া বাজারে নামতে হবে। দূরপাল্লার- ফেনী, নোয়াখালী এসব বড় বাসে উঠে পড়বেন সময় কম লাগবে। ৩০-৪০ টাকা ভাড়া।

বাঁশবাড়িয়া বাজার থেকে ২০ টাকা ভাড়ার সিএনজিতে সৈকতে চলে যেতে পারবেন

Post Copied From:মাহতাব হোসেন>Travelers of Bangladesh (ToB)