সারাংকোট,পোখারা নেপাল

সারাংকোট,পোখারা নেপাল 🙂

যে-কটি জায়গা থেকে সূর্যোদয় দেখা যায়, সারাংকোট যে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে-বিষয়ে কোনো সন্দেহ নেই।
এখান থেকেই দেখা যায় ধৌলাগিরি, সাউথ অন্নপূর্ণা, অন্নপূর্ণা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ফিশটেল, মাউন্ট মানাস্লুসহ আরো অনেক বিখ্যাত শৃঙ্গ।
নেপাল যাবো আর সারাংকোট থেকে সূর্যোদয় দেখবো না তা কি করে হয় 😉 পোখারা গিয়ে আগের দিন ই ট্যাক্সি ঠিক করে রাখি। ভোর ৪.৩০ এ.এম ড্রাইভারের ফোন আসলো যদিও আমরা এর আগেই রেডি হয়ে ছিলাম উদ্দেশ্য আমাদের সারাংকোট নিয়ে যাবে সানরাইজ দেখার জন্য।আমরা রাতের পাহারি এলাকা দেখতে দেখতে চলে গেলাম সারাংকোট।এখনো সূর্য মামার ঘুম থেকে উঠেনি কিন্তুু অন্নপূর্ণা মাথা উচু করে দারিয়ে আছে তা দেখতে দেখতে আগাচ্ছিলম। একটু পর সূর্য মামা উকি দিলো চারিদিক আলো করে আর সাথে সাথে দেখতে পেলাম হিমালয়ের অন্নপুরনার ৭ টি রেঞ্জ মাথা উচু করে দারিয়ে আছে।মনে হল চারিদিক সোনা ছরান আছে। আমাদের ভাগ্য এতোটাই ভালো ছিলো যে পুরো ক্লিয়ার দেখতে পাই।

কিভাবে যাবেনঃ ঢাকা-কাঠমন্ডু-পোখারা-সারাংকোট।

Post Copied From:Atif Aslam>Travelers of Bangladesh (ToB)