সাঙ্গু নদী

স্থানীয়ভাবে যা শঙ্খ নামে পরিচিত। ইহা বাংলাদেশের অন্যতম নদী যার উৎপত্তি ও সমাপ্তি উভয়ই বাংলাদেশে। বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম মদক এলাকার পাহাড়ে এ নদীর উৎপত্তি।

বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার।

সাঙ্গু নদী বান্দরবান জেলার প্রধানতম নদী। এ জেলার জীবন–জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবানের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম।

দু ধারের উঁচু উঁচু পাহাড়ের বেষ্টনী, দৃষ্টির সীমানা জুড়ে থাকা পাহাড়সারি, নয়নাভিরাম উপত্যকা, দানবাকৃতির সব পাথরকে পাশ কেটে চলা – সবমিলিয়ে খরস্রোতা সাঙ্গুর বুক চিরে ছুটে চলতে চলতে স্কুল জীবনে শেখা সেই ‘A Journey by Boat’ রচনাটি আবার নতুন করে লিখতে ইচ্ছা করবে 🙂

যেভাবে যাবেনঃ ঢাকা>বান্দরবান>থানচি। তারপর নৌকা ভাড়া নিয়ে থানচি>তিন্দু> রেমাক্রি পর্যন্ত গেলে নাফাখুম ঘুরে আসবেন। আর পারলে কোন এক পূর্ণিমার রাতে তিন্দুতে অবস্থান করবেন।

Post Copied From: Tanvir Mahmud Konok > Travelers of Bangladesh (ToB)