হাজারো শাপলা ফুল দেখতে যেতে হবে খুব সকালে জৈন্তাপুর উপজেলার ডিবির বিলে। ভোর থেকেই শাপলা ফুল গুলো ফুটতে শুরু করে। সকাল ১০ পর্যন্ত ফুটন্ত অবস্থায় পাওয়া যায়। তবে ভাল ভাবে উপভোগ করার জন্য যত সকাল যাবেন তত ভাল।
যেভাবে যাবেনঃ
সিলেটের কদমতলী থেকে ছেড়ে আসা বাসে আপনি সুবানীঘাট, নাইওরপুল, শিবগঞ্জ বা টিলাগড় থেকে উঠতে পারেন। জৈন্তাপুর পর্যন্ত ভাড়া নিবে ৪০-৪৫ টাকা। সময় লাগবে ১ঘন্টা ২০ মিনিট। জৈন্তাপুর বাজারে না নেমে আরও ২ কি.মি সামনে “ডিবির হাওর বিশেষ ক্যাম্প” এখানে নামবেন। এখান থেকে গ্রামের রাস্তায় ১ কি.মি হাটলেই পেয়ে যাবেন ডিবির বিল। এবার স্থানীয় ডিঙি নৌকা ভাড়া করে বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নৌকা ভাড়া ঘন্টা প্রতি ২০০-২৫০ টাকা ৫ জনের মত বসা যায়।
#বি:দ্র: আজ দেখলাম বিলের পানি ৭ দিনের মধ্যে শুকিয়ে যাবে। তাই যারা যেতে চান কয়েক দিনের মধ্যেই চলে যান।
Post Copied From:Masuk Ahmed>Travelers of Bangladesh (ToB)