আলোচিত জায়গা জিন্দা পার্ক

ঘুরে আসলাম সাম্প্রতিক সময়ে গ্রুপের আলোচিত জায়গা জিন্দা পার্ক। সাথে মুড়াপাড়া জমিদার বাড়ি। ৬ জন মিলে যাত্রা শুরু খিলখেত থেকে সকাল ৮.৩০ এ। এর আগে নাস্তা করে নিয়েছিলাম কাসুন্দী রেস্তোরা খিলখেত থেকে।

অটো রিজার্ভ ৩৫০ টাকা। দর কষাকষি। কারো জন্য বেশি কম হতেও পারে। ৩০০ ফিট হয়ে ১ ঘন্টার ও কম সময়ে পৌছালাম জিন্দা পার্কে। টিকেট ১০০ টাকা। আমার কাছে বেশি মনে হয়েছে। প্রাকৃতিক এবং সুন্দর নিরিবিলি পরিবেশ ও পিকনিক স্পট হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে এই পার্কটি।
৩ ঘন্টা ভিতরে ঘুরে ছবি তুলে, আড্ডা দিয়ে বেরিয়ে আসলাম। এরপর উদ্দেশ্য মুড়াপাড়া জমিদার বাড়ি যা বর্তমানে ইউনিভার্সিটি কলেজ নামে পরিচিত।
ঘুরে দেখার মত কিছুই নেই।ফটোসেশন করেই চলে আসা লাগবে। চাইলে ছাদেও ওঠা যায় ফটোসেশনের জন্য। একটা পুরাতন বিল্ডিং যেটাকে কলেজে কার্যক্রম এর জন্য ব্যবহার করা হচ্ছে।
জিন্দা পার্ক থেকে এখানে আসতে লেগেছিল ৪০০ টাকা অটো ভাড়া( বেশি নিয়েছে)। সময় লেগেছিল ৫০ মিনিট জিন্দা পার্ক থেকে।
এরপর পড়ন্ত বিকেলে শীতলক্ষ্যা নদীতে নৌকায় ঘুরে বেড়ানো।

বিকেল বেলা লাঞ্চ করেছিলাম নীলা মার্কেট, ৩০০ ফিট এ। সেইম অটো দিয়ে ফিরে এসেছিলাম মুড়াপাড়া থেকে। ভাড়া ২৫০।
ওখানে কিছুক্ষন আড্ডা দিয়ে ১৫০ টাকা অটো রিজার্ভ এ বসুন্ধরা গেইট, ৩০০ ফিট। রিকশা দিয়ে কুড়িল। এরপর যার যার গন্তব্য। সরাসরি খিলখেত ও যাওয়া যায়।
মোট খরচ ৫০০/ব্যক্তি
নাস্তা, লাঞ্চ সহ। মজার ব্যাপার হল পুরো ভ্রমণ টা আপনি অটো দিয়ে করতে পারবেন।এক অটো তে সর্বোচ্চ ৮ জন বসা যায়।তাতে খরচ ও কম পড়ে। ঢাকার সবচেয়ে সুন্দর রাস্তা ৩০০ ফিট দিয়ে যাত্রা শুরু। ছবিটি জমিদার বাড়ির।

Post Copied From:MI Tanim‎>Travelers of Bangladesh (ToB)

মাত্র ১৫০ টাকা জন প্রতি খরচ করে ঘুরে আসতে পারেন ২৫০ প্রাজাতির প্রায় ১০০০০ হাজার গাছ সমৃদ্ধ জিন্দা পার্ক

মাত্র ১৫০ টাকা জন প্রতি খরচ করে ঘুরে আসতে পারেন ২৫০ প্রাজাতির প্রায় ১০০০০ হাজার গাছ সমৃদ্ধ জিন্দা পার্ক।
ইউটিউব লিংক https://youtu.be/Yz39nqZ_QQ4 চাইলে দেখতে পারেন।
জিন্দা পার্ক তার নামের বৈশিষ্ট্য সাথে তার জায়গার মিল ১০০ তে ১০০. একদিনের ট্যুরের জন্য ঢাকার খুব কাছেই এর থেকে ভাল প্রকৃতিক পিকনিক স্পট আর একটিও খুজে পাবেন না। চারদিকে পাখির কলকাকলিতে ভরপুর। শীতে পাবেন তালের রস।

#কি কি দেখতে পারবেন?

১/পুরো পার্কটি জুড়ে রয়েছে বিভিন্ন প্রকারের বনজ ও ফলজ গাছ।সবুজ বিস্তিত মাঠ আছে অনেক গুলো পুকুর। তার সাথে রয়েছে গাছের উপরে বাসা। পুকুরের পাশে রয়েছে গুটি কয়েক দোলনা। লেকের ঠিক মাঝখানে রয়েছে একটি আইল্যান্ড যেখানে প্রিয়জনের সাথে উপভোগ করতে পারবেন দু চুমোখ চা।

২/ একটি মসজিদ।
৩/ ৪ তালা বিশিষ্ট একটি দৃষ্টি নন্দন লাইবেরি।
৪/ লেক যেখানে মাত্র ৫০ টাকার বিনিময়ে পাবেন বোটে ভ্রমন করার সুযোগ।
৫/ একটি স্কুল ও কলেজ।
৬/ আছে কমিনিউটি হাসপাতালের ফ্রি চিকিৎসা

#কি খাবেন?

একটি রেস্টুরেন্ট আছে ২২০ টাকার (মুরগি/ গরুর/মাছ মাংস,সবজি আনলিমটেড ডাল ও ভাত) মধ্যে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারবেন। চাইলে বাহিরের খাবার নিয়ে আসতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে জনপ্রতি ২৫ টাকা গুনতে হবে।

#কিভাবে যাবেন?

ঢাকার যে কোন প্রান্ত থেকে বাসুন্ধ্ররার রেসিডেন্সিয়ালে পকেট গেট থেকে মাত্র ৫০ টাকায় জনপ্রতি যেতে পারবেন।আর ওখান থেকে আসতে হলেও একই ভাবে আসতে পারবেন, ব্যাটারি চালিত গাড়ি সকাল থেকে সন্ধ্যা পরজন্ত পাবেন।মানুষ বেশী হলে চাইলে পুরো গাড়ী ৩০০ টাকায় ভাড়া করতে পারবেন যেতে পারবেন ৬ জন।
চাইলে নিজের বাইক অথবা গাড়ী নিয়েও যেতে পারবেন।
জনপ্রতি টিকিট ১০০ টাকা বাচ্চা হলে ৫০ টাকা।

#খোলার সময় ও সাপ্তাহিক ছুটি

পার্কটি সকাল ৭ টা থেকে মাগরিব এর আজান পরজন্ত খোলা থাকে।আর এর কোন সাপ্তাহিক ছুটি নেই।সপ্তাহের ৭ দিনই খোলা থাকে।

Post Copied From:Shibly Nomany‎>Travelers of Bangladesh (ToB)

নারায়ণগঞ্জের জিন্দা পার্ক

গন্তব্য যদি হয় খানিকটা দূরে, আর হাতে যদি থাকে সারা দিনের সময়, তাহলে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের জিন্দা পার্ক থেকে। ঢাকাতে সময় কাটানোর মতো অনেক পার্ক আছে,তবে নোংরামি ও অশ্লীলতার কারনে পার্কগুলোতে যেতে এখন মানুষের ভয় করে ৷ ঢাকার যানযট, কোলাহল থেকে কিছুক্ষনের জন্য মুক্তি পেতে হলে ঘুড়ে আসা উচিত জিন্দা পার্ক থেকে৷ অসাধারন স্থাপত্যশৈলীর ব্যাবহার ফুটিয়ে তোলা হয়েছে পার্কটিতে৷ পার্কটি কোন সরকারি উদ্যাগের ফসল নয়। আবার কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণও নয়। পার্কটি তৈরী হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের প্রাণান্ত অংশগ্রহনের মাধ্যমে। এলাকার ৫০০০ সদস্য নিয়ে “অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এ দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফসল এই পার্কটি। এ রকম মহাউদ্দেশ্য, এত লোকের সক্রিয় অংশগ্রহন এবং ত্যাগ স্বীকারের উদাহারণ খুব কমই দেখা যায়। অপস ক্যাবিনেট, অপস সংসদ এবং অপস কমিশন নামে পার্কটিতে ৩টি পরিচালনা পর্ষদ রয়েছে। বর্তমানে জিন্দা গ্রামটিকে একটি আদর্শ গ্রাম ও বলা হয়৷
পার্কটির অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ১৫০ এখর জায়গা জুড়ে এটি বিস্তৃত। ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশী গাছ-গাছালী আছে পার্কটিতে। গাছের এই সমারোহ এর পরিবেশকে করেছে শান্তিময় সবুজ, কলকাকলীতে মুখর করেছে অসংখ্য পাখীরা। শীতল আবেশ এনেছে ৫ টি সুবিশাল জলাধার। তাই গরম যতই হোক পার্কের পরিবেশ আপনাকে দেবে শান্তির ছোঁয়া।
প্রবেশ টিকেট – ১০০ টাকা৷
ফ্যামিলি পিকনিকের জন্য জিন্দা পার্ক (Zinda Park) এখন বেশ পরিচিত জায়গা। কাঠের ব্রিজ পার হয়ে দিঘির মাঝামাঝি তৈরি করা বাঁশের টি রুমে বসে প্রিয়জনের সঙ্গে এক কাপ চা কিংবা জলে পা ডুবিয়ে বসে থাকার সময়গুলো দারুণ উপভোগ করবেন। সঙ্গে গাড়ি না থাকলেও সমস্যা নেই। বাড়ি ফেরার জন্য পার্কের সামনেই পাবেন গাড়ি, সিএনজি। আর হ্যাঁ, পিকনিক করতে চাইলে দু-তিন দিন আগেই যোগাযোগ করুন। পিকনিকের খাবারের ব্যবস্থা পার্ক কর্তৃপক্ষই করে।
খাওয়া দাওয়া এর ব্যবস্থা
খাওয়ার জন্য পার্কের ভিতর মহুয়া স্ন্যাকস অ্যান্ড মহুয়া ফুডস রেস্টুরেন্ট আছে। ভাত/ভাজি/ডাল/মাংস ২০০/২৫০ টাকা। তবে পার্কে ঘুরা শেষে ৩০০ ফিট এসে খেলে ভালো হয়। তবে বাহিরে থেকে খাবার নিয়ে পার্কে যেতে চাইলে অতিরিক্ত ২৫/- জন প্রতি দিতে হবে।
থাকার ব্যবস্থা
জিন্দা পার্ক এ ঘুরতে ঘুরতে যদি কখনও মনে হয় যে রাতে থেকে যেতে পারলে মন্দ হতো না, সেক্ষেত্রেও কোন চিন্তার কারন নেই। কারন রাতে থাকার জন্যে আছে মহুয়া গেস্ট হাউজ।
জিন্দা পার্ক যাওয়ার উপায়
ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব ৩৭ কিঃ মিঃ। ঢাকা থেকে বাস যোগে কাঁচপুর ব্রীজ হয়ে ভূলতা গাওছিয়া হয়ে বাইপাস দিয়ে কাঞ্চন ব্রীজ হয়ে জিন্দা পার্কে আসা যায়। কাঞ্চন ব্রীজ থেকে ৫ মিনিটের হাটার পথ৷ অথবা ঢাকা হতে টঙ্গী মিরের বাজার হয়ে বাইপাস রাস্তা দিয়ে জিন্দা পার্ক আসা যায়, টঙ্গী হতে জিন্দা পার্কের দূরত্ব ২৮ কিঃ মিঃ। সহজ হবে কুড়িল বিশ্বরোড এর পুর্বাচল হাইওয়ে দিয়ে গেলে৷ লেগুনা তে জিন্দা পার্ক ৩০ টাকা নিবে ৷

Post Copied From:Zahir Al Hasan Jewe>lTravelers of Bangladesh (ToB

জিন্দা পার্ক

কম খরচে ঢাকার আশেপাশেই ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে। যেখানে আপনি একদিনেই সহজে ঘুরে আসতে পারবেন।

#যেমন_জিন্দা_পার্ক🌴

অল্প খরচে এবংঅল্প সময়ের মধ্যে ঘুরে আসার জন্য সুন্দর ও মনোরম জায়গা জিন্দা পার্ক। একেবারে গ্রামীণ পরিবেশ ও আধুনিকতার ছোঁয়া দিয়ে নান্দনিক ভাবে তৈরি জায়গাটি,, সারি সারি নানান ধরনের গাছ,,আর ফুল ও ফলের গাছে অসাধারণ ভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে জিন্দা পার্ক🌴চারদিকে সবুজ অরণ্য আর লেকের মধ্যে বোটে ঘুরে বেড়িয়ে, সুন্দর একটি দিন কাটিয়ে আসতে পারেন পরিবার ও প্রিয়জন দের নিয়ে😊

জিন্দা পার্কে ঢুকার টিকেট ১০০ টাকা । ভিতরে মাটির ঘর, পুকুর, বিভিন্ন ফল ফুল এর গাছ, মসজিদ, স্কুল-কলেজ, লাইব্রেরী সব কিছুই পাবেন।

যেভেবে জাবেন:-
যেকোন জায়গা থেকে কুড়িল বা ৩০০ ফিট, ৩০০ ফিট থেকে সি এন জি বা অটোতে করে জিন্দা পার্ক। (৩০০/৪০০ টাকা)

অথবা ৩০০ ফিট থেকে অটোতে রিজার্ভ ২০০/২৫০ টাকা নিবে (৬/৭ জন এর গ্রুপ গেলে জনপ্রতি খরচ কম পরে)

খাওয়া –
খাওয়ার জন্য পার্কের ভিতর হোটেল আছে। ( ভাত/ভাজি/ডাল/মাংস) ২০০/২৫০ টাকা

আর বাহিরে থেকে খাবার নিয়ে পার্কে যেতে চাইলে অতিরিক্ত ২৫/- ( জন প্রতি) দিতে হবে।

post Copied From:Masum Hossen‎>Travelers of Bangladesh (ToB)