ভারতের মেঘালয় প্রদেশের চেরাপুঞ্জির একটু গহীনে এর অবস্থান। এখানে জেতে হলে আপনাকে ডাউকি বর্ডার ক্রস করে চাইলে সরাসরি চেরাপুঞ্জি চলে জেতে পারেন গাড়ি রিসার্ভ নিয়ে, অথবা শিলং হয়ে চেরাপুঞ্জি জেতে পারেন। চেরাপুঞ্জি যে কাউকে ডাবল ড্রাইভার কে বললেই সে নিয়ে যাবে আপনাদেরকে। গাড়ি থেকে নেমে ৩০০/৪০০ রুপি দিয়ে সাথে গাইড শুরু করতে হবে ট্র্যাকিং। তবে সরাসরি পাহাড় ট্র্যাকিং না। পাহাড়ের বুক চিরে করা প্রায় ৩৬০০ সিঁড়ি বেয়ে জেতে হবে আপনাকে এখানে। আবার ফেরার পথেও আপনাকে পুনরায় ৩৬০০ সিঁড়ি বেয়ে উপড়ের দিকে ফেরত আসতে হবে। আসা জাওয়া মিলিয়ে প্রায় ৭+ ঘণ্টার মত সময় লেগে যাবে।
সবচেয়ে মজার ব্যাপার হল ৬ বার শিলং ভ্রমন করে সব মিলিয়ে যতগুলো ফরেনার ট্রাভেলার না দেখেছি তার চেয়ে অনেক বেশি দেখেছি এই ডাবল ডেকারে যাওয়ার সময়। তখন স্বাভাবিক ভাবেই চিন্তা চলে আসে মাথায় আমাদের দেশেও হয়ত এর চেয়ে অনেক বেশি ফরেনার ঘুরতে আসত যদি আমাদের বান্দরবানের ট্র্যাকিং এর জায়গাগুল সবার জন্য খোলা থাকত। কারন আমাদের দেশের নাফাখুম, আমিয়াখুম, তিনাপ সাইতার, জাদিপাই, বগালেক, রাইক্ষাং ঝিরি, জিন্সিয়াম সাইতার, চেদলাং এর সৌন্দর্যের কাছে তাদের এইসবের কোন পাত্তাই নেই। আমাদের দরকার একটু সচেতনতা, সংরক্ষণ, প্রচারনা, নিরাপত্তা আর প্রশাসনের সঠিক নজরদারি। কারন আমাদের দেশের কোন ইট পাথরের স্থাপনা দেখতে কোন ফরেনার কখনই ভ্রমনের উদ্দেশে আসবে নাহ। তাই আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের দিকেই নজর দিতে হবে।
হ্যাপি ট্রাভে্ল
Post Copied From:Mohammad Harun>Travelers of Bangladesh (ToB)