একদিনে চট্টগ্রামের বিখ্যাত ৫টি স্পট ঘোরার গল্প :
অনেকেই গ্রুপে বাশবাড়িয়া,মহামায়া,গুলিয়াখালি নিয়ে পোষ্ট দিয়েছেন।আমারও একই পোষ্ট তবে ভিন্নতা রয়েছে স্পট,সময় ও টাকায়।
আমি বলব একদিনে মহামায়া লেক, গুলিয়াখালি বীচ, বাশবাড়িয়া বীচ, কুমিরা ব্রীজ ও চট্টগ্রাম বন্দর ঘোরা।
যেভাবে যাবেন :
ঢাকার টিটিপাড়ায় স্টার লাইন,এনা পরিবহনের কাউন্টার রয়েছে। রাতে স্টার লাইন বা এনাতে করে চলে যান সরাসরি ফেনী শহর এসএসকে রোডে।সেখানে রাত টুকু কাউন্টারে থেকে ভোরে ফেনীর মহিপাল মোড় হতে চট্টগ্রামগামী বাসে করে চলে যান মিরসরাই এর ঠাকুরদীঘি বাজার।বাজার হতে cng করে চলে যাবেন মহামায়া ইকো রেসোর্ট।ঘোরা শেষ করে ফিরে আসুন ঠাকুরদীঘি বাজারে।
সেখান থেকে আবার বাসে করে চলে যান সীতাকুন্ড বাজার। বাজারে গিয়ে cng reserve করে নিয়ে যাবেন গুলিয়াখালি বীচ।দেখা শেষে সীতাকুন্ড বাজারে এসে, লেগুনা করে চলে যান বাশবাড়িয়া বাজার। বাজার হতে রিক্সা করে সোজা বাশবাড়িয়া বীচ। বীচ ঘুরে চলে আসুন বাশবাড়িয়া বাজারে। সেখান থেকে লেগুনা বা মিনিবাসে করে চলে যাবেন বড় কুমিরা বাজার।বাজার হতে রিক্সা/cng করে চলে যাবেন কুমিরা ব্রীজ এবং আবার ফিরে আসবেন বড় কুমিরা বাজার। সেখান থেকে মিনিবাস বা লেগুনার মত গাড়িতে চলে যান চট্টগ্রাম শহরের অলংকার মোড়ে।ঐখানে পেয়ে যাবেন ১১ নং রুটের বাস। উঠে বলবেন বন্দর ৪নং গেট ( কাস্টম)। নেমে বন্দর ভবন ঘুরে আবার ১১নং রুটের বাসে করে চলে আসুন অলংকার মোড়ে। ২মি. হেটে চলে আসুন একে খান রোডে।ঐখানে সকল ঢাকাগামী বাসের কাউন্টার।টিকিট কেটে ফিরে আসুন ঢাকায়।
★আমরাও এভাবেই গিয়েছি★
খরচ + সময় :
১. ঢাকা – ফেনী বাসে : ননএসি-২৮০/- ও এসি-৩৫০ (৩-৩.৩০ঘন্টা)
২. ফেনীর মহিপাল হতে ঠাকুরদীঘি বাজার : ৪০-৫০/- (৪০-৫০মি.)
৩. ঠাকুরদীঘি – মহামায়া cng up+down : ১৫+১৫=৩০/- (যেতে ৫-৭মি.)
এবং মহামায়া লেকে ঢুকতে ১০/- ফি দিতে হয়
ও কায়াকিং ১ঘন্টা ২০০-৩০০/- (student ২০০/-)
৪. ঠাকুরদীঘি – সীতাকুন্ড বাজার : ৪০-৫০/- (৩০-৩৫মি.
৫. সীতাকুন্ড বাজার – গুলিয়াখালি বীচ Full Cng reserve: ২৫০/- (up+down) (যেতে ১৫-২০মি.)
৬.সীতাকুন্ড বাজার – বাশবাড়িয়া বাজার : ১৫/- (১৫মি.)
৭. বাশবাড়িয়া বাজার – বাশবাড়িয়া বীচ : ২০+২০ =৪০/- (up+down) (যেতে (১০-১৫মি.)
৮. বাশবাড়িয়া বাজার – বড় কুমিরা : ১০/- (১৫মি.)
৯. বড় কুমিরা – কুমিরা ব্রীজ রিক্সায় : ২০+২০ =৪০/- (up+down) (যেতে ১০-১৫মি.)
১০. বড় কুমিরা – চট্টগ্রাম অলংকার মোড় : ২৮-৩০/- (৪০-৪৫মি.)
১১. অলংকার মোড় – বন্দর : ২০+২০ = ৪০/- (যেতে ২৫মি.)
১২. ঢাকা ফেরা : ননএসি ৪৮০/- ও এসি ১২৫০/- (৬-৭ ঘন্টা)
★আমাদের ট্যুর শেষ করতে মোট খরচ : ১৭১০/- প্রতি জনে★
বি: দ্র : আমরা গিয়েছিলাম দুজন। এখানে per person এর খরচ দেওয়া হয়েছে। দুজন থাকায় আমাদের খরচ একটু বেশি পরে। তবে এগুলা একদম basic খরচ যা না করলেই নয়। সকাল,দুপুর ও রাত এর খাওয়া দাওয়ার খরচ আপনাদেরর নিজের উপর। আর যত বেশি মানুষ হবে,আপনাদের খরচও কমবে।
আর মুল কথা হল যে, আপনাকে মহিপাল থেকে রওয়ানা দিতে হবে সকাল ৭-৭:৩০টা এর মধ্যে। যদি না দিতে পারেন তবে একদিনে cover করতে কষ্ট হয়ে যাবে। আর এভাবে follow করলে একদিনেই আপনি এই জায়গাগুলো দেখে আসতে পারবেন। আমার সব জায়গা শেষ করে ঘড়িতে সময় বিকাল ৫.২০ মি.
আর গুলিয়াখালি ও বাশবাড়িয়া সন্ধ্যার আগেই complete করতে হবে।কেননা সন্ধ্যার পর জায়গাটা safe না। লোকাল পোলাপান মাঝে মধ্যে Disturb করে।
তাই সবাইকে আমন্ত্রণ জানাই এই স্পটগুলো যুরে আসার জন্য।✌✌
Post Copied From:Sheikh Fardin Oyon>Travelers of Bangladesh (ToB)