সকালে ফালুটের চারদিকে সাদা হয়ে থাকে হাল্কা বরফের প্রলেপ। দেখলে মনে হয় চাদের দেশ থেকে নেয়া নিলআর্মস্ট্রং এর ছবির সাথে এখানকার যথেষ্ট মিল। অথবা ঐরকম ছবি এখান থেকে উঠানো সম্ভব :p ।
ফালুট ভারত নেপাল সীমান্তে অবস্থিত । সান্দাকফু থেকে এর দূরত্ব প্রায় ২১ কি,মি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি থাকে । কখনো কম কখনো বেশি । এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায় । আশে পাশে ৪/৫ কিলো মিটারের মধ্যে একটা চেকপোস্ট ছাড়া কোন গ্রাম নেই । একদমই নিরিবিলি আর সুনসান এলাকা । থাকবার জন্য একটা সরকারী বাংলো আর একটা ফরেস্টের বাংলো রয়েছে । সব মিলিয়ে ২০/২২ জন টুরিস্টের একোমডেশন রয়েছে এখানে ।
যাবার বেষ্ট সময়: নভেম্বর এবং এপ্রিল ।
রুট:
ঢাকা- শিলিগুড়ি- মানেভাঞ্জান-চিত্রে-লামেধুরা-মেঘমা – তুমলিং – গাইরিবাস-কায়াকাট্টা-কালাপোখারি-সান্দাকফু-ফালুট ।
যাবার উপায়: ট্রেকিং অথবা মানেভাঞ্জান থেকে জিপ রিজার্ভ করে ফালুট ঘুরে আসা যায় ।।
-জিপ সাফারি করলে ৬ জনের টিমের ঢাকা থেকে খরচ পরবে ১০/১১ হাজার টাকা বা এর কম।
-৬ দিনের ট্রেকিং করলে খরচ আসবে ১৪০০০+
Post Copied From:Rahi>Travelers of Bangladesh (ToB)