বগালেক পাড়া,বান্দরবান

ফটোতে যদিও লেকটা আনতে পারিনি কিন্তু নিস্তব্ধ রাতে জানালার পাশে বসে এরকম তারা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পরবেন খেয়াল থাকবেনা,আকাশ থেকে প্রায় প্রায় তারা(উল্কা পিন্ড) খসে পড়া দেখে অবাক হবেন
কিন্তু বেশী দিন আর নাই যখন বগালেকে লাইট পলুশনের কারণে এরকম তারাভরা আকাশ দেখতে পারবেন না, বগালেক পর্যন্ত রাস্তার পিচ ঢালাই ইতি মধ্যে শুরু হয়ে গেছে।১৫০ টাকায় আদিবাসীদের কটেজে থেকে তাদের সাথে মিশে যাবার সুযোগটা আর আসবেনা , সাজেকের মত কটেজে কটেজ বসবে কয়দিন পর।😞😞
কিভাবে যাবেন সেটা নিয়ে কথা বলি একটু। দুই উপায়ে জাওয়া যায়
১। ঢাকা থেকে বান্দরবান নন এসি বাস ৬৫০ টাকা,এসি ৯০০ টাকা,হুন্দাই ১৩০০-১৪০০ টাকা। এরপর নাস্তা সেরে সোজা চলে যাবেন রুমা বাজার যাওয়ার বাস স্টেশনে সেখানা সকাল ৮.৩০ থেকে শুরু করে এক ঘন্টা পর পর বাস ভাড়া ১২০ টাকা।রুমা বাজার যেতে সময় লাগবে আড়াই ঘন্টা বাসে রুমা বাজার গিয়ে গাইড ঠিক করতে হবে, এবং আর্মিদের কাছে নিজেদের সব ইনফরমেশন দিয়ে চাদের গাড়ি বা ল্যান্ড ক্রূজার ঠিক করতে হবে ,চাদের গাড়ি ২৫০০ টাকা,ল্যান্ড ক্রূজার ২০০০ টাকা। যারা ৬-৮ জন যাবেন তাদের জন্য ক্রূজার বেস্ট ঝাকিও কম এবং ধুলাবালি লাগবেনা,ছাউনিও আছে। চাদের গাড়ি গিয়ে কমলাপাড়ায় নামিয়ে দিবে। ওখান থেকে ২০ মিনিটের মত হেটে একটি খাড়া পাহাড় পাড় হতে হবে, এরপরেই বগালেক
২। বান্দরবান থেকে রুমা বাজার ট্রলারে যেতে পারেন, পাহাড়ের নিচ দিয়ে বয়ে যাওয়া আকাবাকা সাঙ্গু নদী অনেক ভালোই লাগবে। ভাড়া ৩৫০০ টাকা ,বোটে ১০-১২ জন যেতে পারবেন। ্সময় লাগবে ৩ ঘন্টা
আমি বগালেক যাবার সময় বাসে আসবার সময় ট্রলারে এসেছিলাম, তাই প্লান নিজেদের মত করেই করতে পারেন

Post Copied From:Badhan Hasan‎>Travelers of Bangladesh (ToB)