গেরুয়া বাজার

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় লাঞ্চের পর স্থানীয় মাঠে হাল্কা ল্যাটানি চলছিলো…
মোবাইলে গান বাজছিলো “রাং দে তু মোহে গেরুয়া”
আমার সঙ্গী স্থানীয় ছেলেটি বললো,
“পাশেই একটা জায়গা আছে, গেরুয়া বাজার”

শুনেই উঠে বসলাম, বললাম, “ছলো বন্দু গুরে আসি” 😉

বটতলা থেকে জাস্ট ৫-৭ মিনিট হাঁটা দূরত্বেই এই বাজারের অবস্থান।
বাজারের একপাশে এই তিন রাস্তার অবস্থান।
সুনির্দিষ্ট কোন নাম জানতে পারিনি,
কিন্তু ঢাকার খুব কাছেই,
এক অদ্ভুত সুন্দর, নিস্তব্ধ-নিঝঝুম পরিবেশ!
পিচ ঢালা রাস্তার ঠিক পাশেই লাল রঙা এই পথ যেন দৃষ্টি নিয়ে গেছে কোন এক অজানা স্বর্গালয়ে…

এই তালগাছ, লালমাটি, আম-কাঁঠালের ছায়াঘেরা সুনিবিড় পথ….
ঐ সুদূরে যে বৃক্ষরাজি তা বর্ষাকালে হয়ে যায় এক জলাবন!

আমি বলছিনা এটা কোন দেখার স্থান,
নয় কোন ট্যুরিস্ট প্লেস।

তবে স্থানটা খুবই নান্দনিক, অসামান্য কাব্যিক, বড়ই সৌন্দর্য্যময়।

আমার কাছে ভালো লাগলো তাই শেয়ার করলাম।

** যেখানেই যান, সুন্দর পরিবেশ বজায় রাখুন, ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থেকে পরিষ্কার-পরিচ্ছনতা বজায় রাখুন।

Post Copied From:Jubair Abdullah‎>Travelers of Bangladesh (ToB)