বছরের শেষসময়ে ঘুরে আসুন বাংলার সবচেয়ে বড় জলপ্রপাত নাফাখু

সৌন্দয্যের দেবী তার সব রূপ ঢেলে দিয়েছেন এই জলপ্রপাতে। বান্দরবন জেলার থানচিতে অবস্থিত এই জলপ্রপাত।
কিভাবে যাবেন আর খরচ কেমন হবে।
১★ ঢাকা থেকে বান্দরবন বাসে ( ৬২০ টাকা ভাড়া)
২★ বান্দরবন থেকে আপনি থানচিতে বাস বা চান্দের গাড়ীতে যেতে পারবেন। বাস ভাড়া জনপ্রতি ২০০ টাকা আর চান্দের গাড়ী রির্জাব ৮০০০-৯০০০ টাকা।
৩★ থানচি নেমে গাইড ঠিক করে অনুমতি নিয়ে নৌকা ঠিক করে সাঙ্গু নদী দিয়ে চলে যাবেন রোমাক্রি।
নৌকা ভাড়া ৪০০০ টাকা রিজার্ভ।
গাইড ভাড়া ১৫০০+ স্থানীয় গাইড সাথে নিতে হবে ৫০০ টাকা।
রোমাক্রি তে রাত্রি যাপন করতে হবে।
লোকপ্রতি রাতে থাকার খরচ হবে ১৫০ টাকা।
খাবার প্রতিবেলা ১০০-১৫০ টাকা।
এবার হিসাব করে বেরিয়ে পরুন নাফাখুমে উদ্দেশ্যে।
বি.দ্রি ★ এই ট্রিপে ৪-৫ ঘন্টা হাঁঠতে হবে,, উপজাতি পাড়ায় থাকতে হবে সেই মন মানসিকতা নিয়ে বেরিয়ে পরুন

Post Copied From:Bijoy Babu‎>Travelers of Bangladesh (ToB)