মহেরা জমিদার বাড়ী, টাঙ্গাইল

নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ী! এরচেয়ে আরো অনেক বড় বড় আছে কিন্তু এত সুন্দর আর কোনটা দেখি নি। এখানে আমার দ্বিতীয়বার যাওয়া। এই জায়গার বিষয়ে নতুন একটা আপডেট দিতে চাচ্ছি। আজকে গিয়ে দেখলাম জমিদার বাড়ির পিছনে যে পুকুর ছিল তারও পিছনে খুব সুন্দর একটা পার্কের মত বানানোর কাজ চলছে এবং আজকেই বা গত ২-১ দিনের মধ্যেই সম্ভবত কাজ শেষ হয়েছে। বর্ণিল ফুলের বাগান, দেখার মত নানা ধরণের বেশ কিছু চেয়ার টেবিল আর চিলেকোঠার মত ছাউনি ইত্যাদি দিয়ে পুরো শুটিং স্পট বানিয়ে ফেলেছে। এখানে যেহেতু একটার বেশী ছবি দেয়া যায় না আর জমিদার বাড়ীটাই আসল আকর্ষণ তাই জমিদার বাড়ীর তোলা ছবিটাই দিলাম। তবে বাড়তি আকর্ষণ হিসেবে বাড়ির পিছনের নতুন পার্কটায় ঘুরে আসতে ভুলবেন না কেউ।

কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলি, মহাখালি, আব্দুল্লাহপুর থেকে টাঙ্গাইলের বাসে উঠলেই হবে। মির্জাপুর পার হওয়ার ১০ মিনিট পরে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের একটু আগে নামতে হবে। তারপর অটো অথবা রিক্সা।