রাণী রাসমনির স্নানঘাট

রাসমনির ঘাট:

চমৎকার এক সৈকত। এখানে এলে দেখতে পাবেন ঝাউবন, সাগর পর্যন্ত বিসৃত সবুজ ঘাসের চাদর। লাল কাকড়ার লুকোচুরি, পাখি ভেবে ভুল করা বিশাল বিশাল ঘুড়ির উড়াউড়ি। এখানে চুলে দোলা দিয়ে যায় দক্ষিণা বাতাস, যেমন চোখে দোলা দেয় সাগরের ঢেউ।

কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে বাস/ ট্রেনে চট্রগ্রাম। তারপর সিএনজি কিংবা রাইডারে(লেগুনা) সোজা ঘাট। একে খান কিংবা অলংকার থেকে সিএনজি ভাড়া ১০০-১২০ টাকা। রাইডারে ১৫ টাকা, জনপ্রতি। ঢাকা থেকে দিনে এসে রাতেই ফিরতে পারবেন। তো হয়ে যাক এক সাগর বিলাস।

Post Copied From:Tauhidul Islam Duronto‎>Travelers of Bangladesh (ToB

Leave a Reply

Your email address will not be published.