জিন্দা পার্ক

কম খরচে ঢাকার আশেপাশেই ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে। যেখানে আপনি একদিনেই সহজে ঘুরে আসতে পারবেন।

#যেমন_জিন্দা_পার্ক🌴

অল্প খরচে এবংঅল্প সময়ের মধ্যে ঘুরে আসার জন্য সুন্দর ও মনোরম জায়গা জিন্দা পার্ক। একেবারে গ্রামীণ পরিবেশ ও আধুনিকতার ছোঁয়া দিয়ে নান্দনিক ভাবে তৈরি জায়গাটি,, সারি সারি নানান ধরনের গাছ,,আর ফুল ও ফলের গাছে অসাধারণ ভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে জিন্দা পার্ক🌴চারদিকে সবুজ অরণ্য আর লেকের মধ্যে বোটে ঘুরে বেড়িয়ে, সুন্দর একটি দিন কাটিয়ে আসতে পারেন পরিবার ও প্রিয়জন দের নিয়ে😊

জিন্দা পার্কে ঢুকার টিকেট ১০০ টাকা । ভিতরে মাটির ঘর, পুকুর, বিভিন্ন ফল ফুল এর গাছ, মসজিদ, স্কুল-কলেজ, লাইব্রেরী সব কিছুই পাবেন।

যেভেবে জাবেন:-
যেকোন জায়গা থেকে কুড়িল বা ৩০০ ফিট, ৩০০ ফিট থেকে সি এন জি বা অটোতে করে জিন্দা পার্ক। (৩০০/৪০০ টাকা)

অথবা ৩০০ ফিট থেকে অটোতে রিজার্ভ ২০০/২৫০ টাকা নিবে (৬/৭ জন এর গ্রুপ গেলে জনপ্রতি খরচ কম পরে)

খাওয়া –
খাওয়ার জন্য পার্কের ভিতর হোটেল আছে। ( ভাত/ভাজি/ডাল/মাংস) ২০০/২৫০ টাকা

আর বাহিরে থেকে খাবার নিয়ে পার্কে যেতে চাইলে অতিরিক্ত ২৫/- ( জন প্রতি) দিতে হবে।

post Copied From:Masum Hossen‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.