হিমালয় কন্যা পঞ্চগড়

পঞ্চগড় হলো বাংলাদেশের সর্বউত্তরের জেলা। এটি একটু সুরু জেলাও বটে।
পঞ্চগড় জেলাতে ৫ টি উপজেলা মোটামুটি সব উপজেলাতেই কিছু না কিছু আছে।
১★আটোয়ারি উপজেলা ★ এটা পঞ্চগড় জেলা শহর থেকে ২২ কি.মি দূরে অবস্থিত।
এখানে দেখার মত রয়েছে চাবাগান,মির্জাপুর শাহী মসজিট,বার আউলিয়ার মাজার, সুইস গেট। এছাড়া ডিসেম্বর মাসে ১ মাস ব্যাপী শতবর্ষ পুরাতন একটা মেলা হয়।
২★বোদা ★ পঞ্চগড়ের আর একটি উপজেলা হলো বোদা এখানে কয়েকটা প্রাচীন মন্দির রয়েছে আর তেমন কিছু নেই।
৩★দেবীগন্জ★ এই উপজেলা তে একটা প্রাচীন কালিমন্দির রয়েছে এছাড়া লিচু ও আম বাগান আছে।
৪★পঞ্চগড় সদর উপজেলা ★ এখানে রয়েছে পাথরের জাদুঘর যা রকস মিউজিয়াম নামে পরিচিত এটি মহিলা কলেজের তত্ত্বাবেধনে থাকে এছাড়া কিছু চাবাগান ও একটা প্রাচীন দিঘী ও ভিতরঘর রয়েছে।
৫★তেতুলিয়া উপজেলা পঞ্চগড় ও ঢাকা থেকে সরাসরি আসা যায় এই উপজেলাতে।
যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যার তিন দিকেই ভারতের সীমানা-প্রাচীর দিয়ে ঘেরা। এর উত্তর দিকেই ভারতের দার্জিলিং জেলা উপজেলা সদরে একটি ঐতিহাসিক ডাকবাংলো আছে। এর নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের। জানা যায়, কুচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন। ডাকবাংলোটি জেলা পরিষদ পরিচালনা করে। এর পাশাপাশি তেঁতুলিয়া উপজেলা পরিষদ একটি পিকনিক স্পট নির্মাণ করেছে। ওই স্থান দুটি পাশাপাশি অবস্থিত হওয়ায় সৌন্দর্যবর্ধনের বেশি ভূমিকা পালন করছে। সৌন্দর্যবর্ধনে এ স্থান দুটির সম্পর্ক যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। মহানন্দা নদীর তীরঘেঁষা ভারতের সীমান্তসংলগ্ন (অর্থাৎ নদী পার হলেই ভারত) সুউচ্চ গড়ের ওপর সাধারণ ভূমি থেকে প্রায় ১৫ থেকে ২০ মিটার উঁচুতে ডাকবাংলো ও পিকনিক স্পট অবস্থিত।

ডাকবাংলোর বারান্দায় দাঁড়ালে আপনার চোখে পড়বে ভারত-বাংলাদেশের অবারিত সৌন্দর্য। ওই স্থান থেকে হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। বর্ষাকালে মহানন্দা রূপ অনেক বেড়ে যায় এছাড়া এখানে রয়েছে অনেক চা বাগান ও বাংলা বন্ধা জিরো পয়েন্ট।

কিভাবে যাবেন ★ ঢাকা থেকে সব উপজেলাতেই সরাসরি বাসে যাওয়া যায় এছাড়া মোটামুটি সারাদেশের সাথে বাস যোগাযোগ আছে পঞ্চগড়ের সাথে।জেলা শহর থেকে বাস বা মাহেন্দ্র দিয়ে অন্যসব উপজেলাতে যেতে পারবেন।
কয়েকমাস যাবত ঢাকা টু পঞ্চগড় ট্রেন সার্ভিস চালু হয়েছে।
কোথায় থাকবেন ★ মোটামুটি জেলা শহর সহ সব উপজেলা তে থাকার ব্যাবস্থা আছে ২০০- ১০০০ টাকা র মাঝে অনেক ভালো হোটেল পাবেন থাকার জন্য।
খাবার ★ এই জেলা তে খাবারের দাম খুব কম।
ভ্রমণের উপযুক্ত সময় ★সেপ্টেম্বর টু ডিসেম্বর।
তাহলে দেরী না করে একবারের জন্য হলেও ঘুরে আসুন হিমালয় কন্যা পঞ্চগড়ে।
ছবি ★ গুগল থেকে নেওয়া
আমার সব ছবি তে মানুষ পাশাপাশি সেলফি তাই রোলস অনুযায়ী দিতে পারলাম।
পরে আমার ট্যুর দেওয়া ঠাকুরগাঁও জেলা নিয়ে হাজির হবো আপনাদের সামনে।

Post Copied From:Bijoy Babu‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.