সোয়াম্প ফরেস্ট

রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। চিরসবুজ এই বন গুয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। বর্ষাকালে এই বন ২০–৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। তবে সারা বছর, পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। সিলেট শহর থেকে এর দূরত্ব ২৬ কিলোমিটার। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা। ৫-৬ জনের একটি নৌকা ভাড়া ৮০০-১৫০০ টাকা নিতে পারে। পুরা জলাবনটি একনজরে দেখতে বনের ভিতরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার।

সাবধানতা :
রাতারগুল বেড়ানোর উপযুক্ত সময় বর্ষাকাল। এ বনের চারিদিকে জলে পূর্ণ থাকে বলে ভ্রমণকালীন কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। বর্ষায় বন ডুবে গেলে বেশিরভাগ সাপ ও বিষাক্ত বিচ্ছু আশ্রয় নেয় গাছের ডাল কিংবা শুকনো অংশে। তাই চারপাশ খেয়াল করে চলতে হবে। এ ছাড়া এ সময় জোঁকেরও উপদ্রব আছে। সাঁতার না জানলে সঙ্গে লাইফ জ্যাকেট রাখা উত্তম।

Post Copied from:Imam Hassan‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.