সোনারগাঁ, বাংলার প্রাচীন রাজধানী

#যাবেন_যেভাবে :

গুলিস্তানে এসে মোগরাপাড়া গামী বাসে উঠুন. খুব সম্ভবত স্বদেশ বাস, বোরাক বাস, দোয়েল বাস এখানে আসে. আরও আছে, তবে নাম মনে নাই. ভাড়া ৫০/- এর উর্ধ্বে নয়. মোগড়াপাড়ায় নেমে রিকশা বা অটোরিকশা করে ২০/১৫ টাকায় আসতে পারবেন সোনারগাঁও. টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন.
ভিতরে আর কোথাও টিকিটের প্রয়োজন হবেনা.

সোনারগাঁ গেট হতে পানাম এর দূরত্ব হেটে মাত্র ১০ মিনিট.

* গাড়ী পার্কিং এর বিশাল ব্যাবস্থা আছে.
* বোট রাইডিং, ফিশিং, পিকনিক …আরও নানাবিধ সুযোগ সুবিধা পাবেন.
* মোস্ট ইম্পর্টেন্টলি, ইউ উইল হেভ এ ভেরী ভেরী নাইছ ডে.

পরিদর্শনের সময়

পরিদর্শনের সময় ও সাপ্তাহিক বন্ধ:

পরিদর্শনের সময় : শীতকালীন (১ অক্টোবর থেকে ৩০ মার্চ)
: সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা

গৃষ্মকালীন সময় : গৃষ্মকালীন (১ এপ্রিল থেকে ২৮ ফেব্রুয়ারি)
: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৬:০০ টা

সাপ্তাহিক বন্ধ : বুধবার এবং বৃহস্পতিবার

সরকারি ছুটি : প্রতিটি সরকারি ছুটির দিনগুলোতে ফাউন্ডেশন বন্ধ থাকে

প্রবেশ টিকিট ফি : জনপ্রতি মাত্র ৩০.০০ (ত্রিশ) টাকা

Post Copied From:UB Azizul‎>Travelers of Bangladesh (ToB

Leave a Reply

Your email address will not be published.