সাজেক সম্পরকিত কিছু তথ্য

সাজেক যেতে চাছেন!!! কিভাবে জাবেন? +থাকা খাওয়া+খরচ???।

উত্তর১ঃঢাকা – খাগড়াছড়ি যাবেন বাসে। গ্রুপে গেলে খাগড়াছড়ি থেকে ২ দিনের জন্য চান্দের গাড়ি করে চলে যাবেন সাজেক

উত্তর২ঃ যেহেতু ইদানিং চান্দর গাড়ির ভাড়া সমিতি করে অনেক বাড়িয়ে ফিক্স করে দেয়া হয়েছে আর ঐ সময়টা পিক সিজন, তাই এখন খরচ বেশ ভালোই পরবে। আনুমানিক ৪৮০০-৫০০০ টাকা লাগবে। থাকতে পারেন রুইলুইপাড়া অথবা কংলাক পাড়া এর কটেজে। ওই পাড়াগুলোতেই ৩বেলার খাবার পেয়ে যাবেন
সাজেক যেতে খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি রিজার্ভ কত নিবে?

উত্তরঃ এমনি ওরা চাইবে ৯১০০ টাকা আপনি যত কমে নিতে পারেন

সাজেক থেকে কক্সবাজার যাবেন কোন বাসে অথবা কিভাবে? আর আগে সাজেক যেয়ে তারপর কক্সবাজার নাকি কক্সবাজার ঘুরে সাজেক গেলে ভালো হবে?

উত্তরঃএকটা জিনিস মাথায় রেখেন যে ঢাকা টু খাগড়াছড়ি বা ঢাকা টু কক্সবাজার যে রকম ভালো মানের বাস পাবেন, সে তুলনায় খাগড়াছড়ি টু চিটাগাং বা চিটাগাং টু কক্সবাজার রুটের বাসগুলো অনেক খারাপ আর পথে পথে থেমে দাড়ানো যাত্রী নিবে। আমার মতে আপাতত সাজেকটাই পেট ভরে দেখে আসুন। রোহিঙ্গা সমস্যায় কক্সবাজার পরিস্থিতি অবনতির দিকে।

Leave a Reply

Your email address will not be published.