শকুনি লেক, মাদারিপুর

শকুনি লেক, মাদারিপুর
ছোট্ট এই শহরের বাসিন্দাদের যেন একটু শান্তির পরশ। ২০ একর কৃত্রিম এই লেকটার পাশে বঙ্গবন্ধু ম্যুরাল, ঘড়ি টাওয়ার, শান্তি ঘাটলা, পানাহার, শিশু কানন, এম পি থিয়েটার মঞ্চ, স্বাধীনতা অঙ্গন, শিশু পার্ক ইত্যাদি পৌরসভা কতৃক বানানো হয়েছে।সারাদিন বিভিন্ন শ্রেনীর মানুষের কলকাকলিতে মুখর থাকে লেকটি।লেকটি কিন্তু খনন করেছিল চল্লিশের দশকে বিহার ও উড়িষ্যার লোকেরা ৯ মাসে!!
শহর থেকে ২ কিমি দূরে আড়িয়াল খা নদীর উপরে আচমত আলি খা ব্রিজ টা ঘুরতে ভুলবেন না।
ঢাকা হতে সার্বিক বাস যায় মাদারিপুর আর থাকার জন্য রেস্ট হাউস, হোটেল আছে বেশ কিছু।

Post Copied From:A Al Mamun Rony>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.