দেখার মতন কি কি আছে?

খুলনা,সাতক্ষিরা বাগেরহাট ও গোপালগঞ্জ এ দেখার মতন কি কি আছে?

রুট: খুলনা _ সাতক্ষীরা _ বাগেরহাট _ গোপালগঞ্জ _ ঢাকা।
উত্তরঃখুলনার লোকেশন গুলা কমন, তাই আলাদা করে না বলি।
সাতক্ষীরাতে বনবিবির বটতলা (মিস না করা ভাল হবে), জমিদার বাড়ি এবং শেষে ইছামতি নদীর পাড়ে গেলে ভাল লাগবে। তিনটি লোকেশানই কাছাকাছি। হাতে সময় সাতক্ষীরার নীল্ডুমুরিয়ায় যেতে পারেন (দূর আছে। সুন্দরবনের নাকের ডগায়)। ঐখানে ডাক বাংলো আছে। অনুমতি সাপেক্ষে থাকা যায়। নৌকা নিয়ে আশেপাশে ঘুরতে পারবেন এবং সুন্দরবনের ক্রমে হারিয়ে যাওয়া সৌন্দর্য ঐখানে গেলে উপভোগ করতে পারবেন।
ফিরতি পথে নড়াইল হয়ে আসতে পারেন। ঐখানে এস.এম সুলতানের চিত্রকর্ম ও আরো কিছু স্থানীয় লোকেশানের দেখার সাথে চারিদিকে পানি বেষ্টিত চিত্রা রিসোর্টে একটি রাত কাটালে পয়সা উসুল হবে আশা করি।

খাওয়ার মতন কি কি আছে? আর মোটামুটি মানের থাকার হোটেল কি আছে?

উত্তরঃkhoroch to person to person vary kore! apne ki diya lunch korte chan sheta main issue! chaile 60/- diyao lunch sharte paren! abar 160/- diyao Lunch sharte paren!!
hotel o same…. more or less per day 1100-1300/- hovche akta decent budget!! amra er moddhei thakar cheshta korbo! tar poreo kono must item try korte giye jodi khoroch bare to barteo pare!!
BTW apni chaile add hoite paren! but minimum 2 jon add hoite hobe! naile loss!!

Leave a Reply

Your email address will not be published.