রাঙামাটি

রাঙামাটি বাংলাদেশের এক অপার সুন্দর এবং ছিমছাম গুছানো শহর। রাঙামাটি বাংলাদেশের দক্ষিন পূর্ব দিকে অবস্থান। চট্টগ্রাম থেকে ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত। দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য পর্যটক সমাগম ঘটে এই রাঙামমাটিতে। অথচ অনেকেরি এখানে থাকা খাওয়া ব্যাপারে ধারণা কম বা একেবারেই নেই। আপনি রাঙামাটিতে হোটেলে ৬০০-৪০০০ টাকা মুল্যের রুম পাবেন। সেগুলাতে কমপক্ষে ৩-৪ জন করে থাকতে পারবেন। আর খাবার খাওয়া নিয়ে ভাবছেন। কোন ভাববেন না কারণ রাঙামমাটির আনাচেকানাচে অসংক খাবার হোটেল আছে। যেখানে আপনি অনেক রকম আইটেম পাবেন এক বেলা প্রতিজন ৫০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্ত খরচের খাবার আছে। (আইটেম অনুযায়ী টাকা)। সকালের নাস্তা আপনার ইচ্ছে মত। আর রাঙামাটি শহড়ে কোন বাস সার্ভিস বা রিক্সা নাই। কেবল মাত্র সিএনজি আছে। লুকাল সার্ভিস হিসেবে চলে জনপ্রতি সর্বনিম্ন ৮ টাকা বাড়া আর সর্বোচ্চ ২৪ টা তবে রিজার্ভ নিলে অন্য হিসেব। যদি কাপ্তাই লেকে বোটে ঘুরতে চান তাহলে রিজার্ভ বাজার,পর্যটন ঘাট, এবং শহীদ মিনার ঘাটে অসংক বোট পাবেন। তবে মাঝির সাথে কথা বলে দাম ঠিক করে নিবেন। ধন্যবাদ সবাইকে

Post Copied from:আমি একটু অদ্ভুত‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.