রক্তি নদী, সুনামগঞ্জ

ভারতীয় বর্ডারের কাছে নদীটার অবস্থান।প্রচুর পাথর তোলা হয় নদী থেকে।রৌদ্রজ্বল দিনে নদীর আসল সৌন্দর্য অবলোকন করা যায়।নদীটা পার হলেই বারেক টিলা। এই নদির আরেক নাম বাংলাদেশ অংশে যাদুকাটা।সুনামগঞ্জ থেকে ভাড়া মোটর সাইকেলে লাউয়েরগড় বাজার আসবেন, একটু হাটলেই নদী পাবেন। ঢাকা হতে বাসে সরাসরি সুনামগঞ্জ আসা যায় (শ্যামলি সার্ভিস ভাল)। থাকবেন জেলা শহরে রেস্ট হাউস বা হোটেলে আর ঘুরুন বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও হাসন রাজার দেশে।সুরমা নদী ও টাংগুয়ার হাওর ত অবশ্যই দেখবেন।

Post Copied Post:A Al Mamun Rony‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.