যাদুকাটা নদীর যাদু

বছর শেষ, সবাই আছে ছুটির মেজাজে।
কেউ দেশে কেউ বিদেশে সবাই ছুটছে ছুটির কাটানোর নিমিত্তে। অনেকেই সিলেটে আসার প্ল্যান করতেছেন কিন্তু সিলেটের সৌন্দর্য যে বর্ষাকালে!!!

তাই বলে কি মিস হবে সিলেটের সৌন্দর্য ?
সিলেটে যারাই আসতেছেন এক দিনের জন্য হলেও ঘুরে যেতে পারেন সুনামগঞ্জ থেকে।
সকালে সিলেট থেকে রওনা দিয়ে সারাদিন ঘুরে আবার রাতের আগেই সিলেট ফিরতে পারবেন।

সিলেটের আম্বরখানা অথবা যেকোনো জায়গা থেকেই সি এন জি তে করে কুমারগাও বাসস্টান্ড আসবেন,তারপর বিরতিহীন বাসে সুনামগঞ্জ ৯০ টাকা ভারা, সময় দুইঘন্টা…☺

নতুন ব্রীজ এর একটু আগেই নামিয়ে দিবে হেটেই যেতে পারবেন নতুন ব্রীজ অথবা উঠতে পারবেন অটোতে নতুন ব্রীজ পার হয়েই পাবেন মোটরসাইকেল এর স্টান্ড,অসংখ্য ড্রাইভার আপনাকে বিভ্রান্ত করতে চাইবে। খুব শান্ত ভাবে হ্যান্ডল করবেন।

আমাদের প্ল্যান ছিলো

সুনামগঞ্জ থেকে যাদুকাটা নদী/শিমুল বাগান,বাশ বাগান হয়ে ট্যাকেরঘাট আসার পথে বারিক্কা টিলা ও যাদুকাটা নদী। দুই মোটরসাইকেল নিয়েছিলাম আসা যাওয়া সহ ৫০০😁 টাকায়,ওরা ১০০০ চাইছিলো।

সকাল ৭ টার দিকে রওনা দিলে ভালো সন্ধ্যার আগে সুনামগঞ্জ ফিরতে পারবেন।
মহিলা/মেয়ে মানুষ নিয়ে গেলে কোনো সমস্যা নেই শুধু মোটরসাইকেল এ ৪-৫ ঘন্টা যাওয়া আসাটা ছাড়া,ট্যাকেরঘাটে খাওয়ার হোটেল আছে।

ছবির জায়গাটা আমার খুব পছন্দের,বারিক্কা টিলার উপর দাঁড়িয়ে আপনি দেখছেন মনকাড়া সৌন্দর্যময় যাদুকাটা নদী যার পানির রং নীল/সবুজ। ওপারে কাটাতারের বেড়া হয়ে পাহাড়া দিচ্ছে মেঘালয়ের পাহাড়…

Post Copied From:JeWel RaNa‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.