মৈনুট, দোহার, ঢাকা

ঘুরেঘুরে ঘোরাঘুরি করতে করতে যদি ঢাকার আশে পাশে কোথাও এই শীতের শেষ বিকেল গুলো কাটাতে চান তবে চলে আসতে পারেন ঢাকা হতে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে পদ্মার তীরবর্তি ঢাকার উপজেলা দোহারে। যেখানেই কিনা আছে বর্তমানের তথাকথিত মিনি কক্সবাজার। যা কিনা মৈনুট ঘাট। পদ্মার তাজা মাছ দিয়ে লাঞ্চ, নদীর ঠান্ডা বাতাস সাথে ব্যাপক প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন মৈনুট ঘাটে। শীতের এই শেষ বিকেল গুলোতে এখন অসাধারন রুপ ধারন করে মৈনুট। ঢাকা হতে নিজস্ব গাড়ি, সাইকেল সব ভাবেই আসতে পারেন মৈনুট। গুলিস্তান হতে যমুনা নামে বাসে সরাসরি আসতে পারেন এই মৈনুট ঘাটে ভাড়া ৯০ টাকা। কিংবা গোলাপশাহ মাজারের কাছ থেকে ছাড়া ঢাকা নগর পরিবহন বাসে কার্তিকপুর পর্যন্ত এসে কার্তিকপুর হতে ১০ টা দিয়ে অটোতে চলে যেতে পারেন মৈনুট ঘাট।

Post Copied From:Ishtiak Ahmed>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.