মিনি বাংলাদেশ

ঘুরে আসুন স্বাধীনতা কমপ্লেক্স (মিনি বাংলাদেশ) থেকে। অসম্ভব মনোমুগ্ধকর জায়গা! আর সৌন্দর্য সেটা তো বলার অপেক্ষা রাখে না।এটা একটা থিম পার্ক। যেখানে বাংলাদেশের বিখ্যাত স্থাপনাগুলোর ডামি বানানো হয়েছে।সংসদ ভবন, স্মৃতিসৌধ, কার্জন হল, সোনা মসজিদ, কান্তজিউ মন্দির, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, পাহাড়পুর বৌদ্ধবিহার কি নেই!
তবে এই পার্ক এর সবচেয়ে বড় আকর্ষণ হল ২০ তলা উঁচু একটা রেস্টুরেন্ট যার নাম স্বাধীনতা স্তম্ভ। এই রেস্টুরেন্ট পুরোপুরি ঘূর্ণায়মান। এই ছাড়াও এখান থেকে পুরো চিটাগাং এর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা চট্টগ্রাম শহরে থাকেন তাদের ছুটির দিন কাটানোর জন্য বেশ সুন্দর একটা জায়গা এইটা অস্বীকার করার কোন জো নেই 😊
আর ও হ্যাঁ অবশ্যই ঘুরতে গেলে এই একটা জায়গায় বাচ্চাদের নিয়ে যাবেন। এক নজরে বাংলাদেশের অনেকগুলো জায়গা দেখা হয়ে যাবে 😊

যেভাবে যাবেন:-
ঢাকা থেকে চট্টগ্রাম (ভাড়া ৪৮০ টাকা, যেকোন ননএসি বাস)। বাস থেকে নামবেন জিইসি। সেখান থেকে ১০ নাম্বার বাসে করে বহদ্দারহাট বাস টার্মিনাল।ভাড়া দশ টাকা। নামলেই হাতের বা পাশে স্বাধীনতা কমপ্লেক্স। ঢুকার টিকেট ১০০ টাকা।

#Happy_Travelling 

Post Copied From:Naim Hasan Antu>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.