অনেকে হতো করেছেন জানেন,যারা জানেন না তাদের জন্য। খরচও পড়বে ১৫০০-২০০০ টাকা। প্যাকেজ সিস্টেম অনেকটা। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো কক্সবাজার থেকে একটু দক্ষিণে ইনানির দিকে যেতে হবে। অটোতে গেলে ১৫-২০ মিনিট লাগবে। যাওয়া-আসা ভাড়া পরবে ৩০০ টাকা অটো প্রতি। আকাশে অাপনি কতসময় থাকবেন সেটা অাপনি 1500 টাকার প্যাকেজ নিবেন নাকি ২০০০ টাকার প্যাকেজ নিবেন সেটার উপর ডিপেন্ড করে। ১৫০০ টাকার প্যাকাজে আপনাকে শুধু আকাশে উড়াবে আর ২০০০ টাকার প্যাকেজে উড়ানোর মাঝে একবার সাগরের পানিতে ছোট্ট একটা চুবানি দিবে। অামরা যেদিন করসিলাম সেদিন ৩ নাম্বার বিপদ সংকেত ছিলো। সো বাতাস এতো বেশি ছিলো স্বাভাবিক ভাবে ওরা যতো টা উপরে তোলে সেদিন তার থেকে বেশি উপরে উঠে গেছি মনে হচ্ছিলো 😂 যেখানে Parasailing করেছি আমার কাছে ওদের ব্যাবহার বেশি ভালো লাগছে ভিডিও করার জন্য আপানার নিজের ক্যামেরা নিয়ে যেতে হবে, তবে সেল্ফি স্টিক বা মোবাইল ফোন নিয়ে উঠতে দিবে না। রিকোয়েস্ট করলে উঠতে দিবে তবে রিস্ক অাপনার ইভেন কি এটাও বলে দিবে যে ৯০% মোবাইল পড়ার চান্স বেশি। সেক্ষেত্রে অাপনি অ্যাকশেন ক্যামেরা নিয়ে যেতে পারেন তাতে কোনো অাটকাবে নাহ। Parasailing করার অাগে অাপনাকে ওরা সমস্ত সিস্টেম দেখিয়ে দিবে। মাঝ সমুদ্রে যেটা করবেন সেটা হলো উপর থেকে নিচে থাকিয়ে থাকবেন 😂 বেশি ফিল 👏
ভালো লাগবে টাকা মাইর যাবে না সিউর
Post Copied From: