চরভৈরবী;চাঁদপুর।
✵যেভাবে যাবেন-ঢাকা লালকুঠি ঘাট থেকে চরভৈরবী গামী লঞ্চে উঠে চরভৈরবী ঘাট(শেষ ঘাট) এ নামলেই হবে।ডেক ভাড়া ১৫০ টাকা।চাইলে কেবিনও নিতে পারেন।সেক্ষেত্রে কেবিন ভেদে ৫০০-১০০০ টাকা লাগবে।আর চাঁদপুর থেকে যারা যেতে চান তাদের ডেক ভাড়া ৫০ টাকা লাগবে।
✵চাইলে লঞ্চেই দুপুরের খাবার সেরে নিতে পারেন! কিংবা চরভৈরবী নেমে মেঘনা নদীর পাড়ে লঞ্চ ঘাট এলাকায় অনেক ফুসকা; চটপটি ও খাবারের দোকান আছে।এছাড়াও রয়েছে খাঁটি দুধের মালাই চা!
✵চরভৈরবী থেকে ইলিশ সহ নদীর তাজা মাছও চাইলে কিনতে পারেন।সেখানে রয়েছে আড়ত! সেটিও ঘুরে দেখতে পারেন।সব মিলিয়ে মেঘনা পাড়ের সহজ-সরল জনজীবন ও প্রকৃতি দুটোই আপনাকে মুগ্ধ করবে।
✵প্রতিদিন সকাল ৯ টা ১০ মিনিট এ ঢাকা থেকে চরভৈরবীগামী লঞ্চটি ছেড়ে যায়।মাঝে চাঁদপুরে বেলা ১২ টা ৪০ মিনিট এ ঘাট দেয়।চরভৈরবী (শেষ ঘাট) দেয় দুপুর ৩ টার একটু আগেই। আবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে একি লঞ্চটি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।সব মিলিয়ে পুরো ১ দিনের ভ্রমণ।
Post Copied From:Aktheruzzaman Khan>Travelers of Bangladesh (ToB)