উইনস্টন চার্চিল ‘ উগান্ডার ‘ মনোহর প্রাকৃতিক সৌন্দর্য, গহীন বন, বন্যপ্রাণীর সংগ্রহ আর মানুষের আতিথেয়তা-তে মুগ্ধ হয়ে এর নাম দিয়েছিলেন ‘আফ্রিকার মুক্তা’। যথার্থ নামকরন এতে কোন সন্দেহ নেই।
যেভাবে যাবেন
ভিসা – উগান্ডার কোন দূতাবাস বাংলাদশে না থাকায় ভিসা নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। আপনাকে যেতে হবে “ভিসা অন আরাইভাল” নিয়ে। তার মানে উগান্ডার বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসা ফি মাত্র পঞ্চাশ মার্কিন মুদ্রা।
আসলে উগান্ডা যেতে কোন ঝামেলা হয় না । তবে রুটটা বেশ বড় হবে
ঢাকা – দুবাই – আদ্দিস আবাবা – এন্তেব্বে – বিমানে ।
কাম্পালা হল উগান্ডার রাজধানী। এন্তেব্বে থেকে প্রায় দুই ঘন্টার ড্রাইভ।
থাকা — খাওয়া
খুব কম খরছে হাতের নাগালের মধ্যেই সব পাবেন । হালাল খাবারের মধ্যে খেতে পারেন ব্রেড , ফিশ ফ্রাই এবং ভেজিটাবল ।
কি কি দেখবেন
অনেক কিছু দেখার আছে । বিভিন্ন সাফারি ট্যুর পাবেন ।
১- Bwindi Impenetrable National Park
২- Owen Falls
3- Bujagali Falls
4- Lake Mutanda
5-Ssese Islands
আপনি উগান্ডা দেখে যত টা না মুগ্ধ হবেন , ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন মানুষের ব্যবহারে । সদা হাস্যময় মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়।