কুয়াকাটা ভ্রমন (৩০০০/৩৫০০ টাকার মধ্যে)

ঢাকা থেকে বাস এ ডিরেক্ট যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া ৫৫০-৬৫০ টাকা নন এসি বাস।
আবার লঞ্চ এ গেলে, ঢাকা থেকে লঞ্চ এ বরিশাল অথবা পটুয়াখালি নেমে সেখান থেকে বাস এ কুয়াকাটা।
আমরা ঢাকা থেকে লঞ্চ এ বরিশাল গিয়েছিলাম পরে সেখান থেকে বাস এ কুয়াকাটা।
লঞ্চ এ ডেক ভাড়া ১৫০-২০০ এবং সিংগেল কেবিন ভাড়া ৯০০-১০০০ টাকা।
বরিশাল রুপাতলী থেকে বাস ছাড়ে,সব বাস ই লোকাল ভাড়া চায় ২৪০ টাকা, আমরা ২১০ টাকা করে ফিক্স করেছিলাম দরদাম করে। যেতে ৪ ঘন্টা লাগবে।
কুয়াকাটা তে হোটেল বনানী প্যালেস এ ছিলাম,ডাবল বেড ১৫০০ টাকা রেখেছিল।
কুয়াকাটা তে ১৬/১৭ টা স্পট আছে যা বাইক করে ঘুরতে হয়,সকালে সূর্য উদয় দেখতে পারবেন। ভাড়া ৯০০-১০০০ টাকা চাবে কিন্তু দরদাম করে ৫৫০-৬০০ টাকায় হয়ে যাবে, এক বাইক এ ২জন উঠা যাবে।
আসার সময় একইভাবে বরিশাল হয়ে ঢাকা ব্যাক করেছিলাম।
N.B – এর থেকে কমেও ঘুরে আসা যাবে কিন্তু সেটা হয়ত সবাই পারবে না 

Post Copied From:Zarraf Sharar‎>Travelers of Bangladesh (ToB)

Leave a Reply

Your email address will not be published.