রাজা রামমোহন রায় এর ব্রাহ্মসমাজ যে আজতক টিকে আছে, এমনকি এই খোদ ঢাকাতেই তা আমরা কয়জন জানি। অথচ কি মনোরম প্রাসাদসম কার্যালয়সহ বহাল-তবিয়তেই আছে। ১৯২৬ সালের কোন একদিন এই বারান্দায় চায়ের কাপ হাতে দাঁড়িয়ে উদাস চোখে বুড়িগঙ্গাপানে তাকিয়ে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার কবিশ্রেষ্ঠ জীবনানন্দের বিবাহও হয়েছিলো এই ব্রাহ্ম মন্দিরে ব্রাহ্ম রীতিতে। ঘুরে আসতে পারেন একদিন, খারাপ লাগবেনা।
যে কোন জায়গা থেকে এসে নামবেন ভিক্টোরিয়া পার্ক বা জগন্নাথের সামনে, তারপর চলে যাবেন পাটুয়াটুলির দিকে। চোখ খোলা রেখে দুই মিনিট হাটলেই সুমনা হাসপাতালের পাশে পেয়ে যাবেন। প্রায়ই তালাবদ্ধ থাকলেও মাঝে মাঝেই সভা হয়; সবার জন্য উন্মুক্ত। হালকা খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকে ডিইউর গুরুদুয়ারার মত!
Post Copied From:Apu Nazrul>Travelers of Bangladesh (ToB)