হ্যা, দেখতে তানজানিয়ার মতই লাগে। তবে এখানে হলদে খড়ের আড়ালে সিংহ লুকিয়ে থাকেনা। জেব্রা ও নেই।
মাথায় সাদা মুকুট পরা কিলিমাঞ্জারো ও দেখা যায় না। তবে এখানে হলদে খড়ের শেষে সবুজের রাজত্ব শুরু।
–
পাহার গুলো সকালে কুয়াশায় মুড়িয়ে থাকে, আবার দিনশেষে নীলচে দানবে রুপ নেয়।
–
সিলেট সুনামগঞ্জ এর সীমান্তবর্তী এলাকা গুলোর চাইতে কোন অংশেই কম যায়না।
আমার বিউটিফুল বাংলাদেশ।
–
স্থান- নির্ঝর ঘাট, কলমাকান্দা, নেত্রকোনা।
ঢাকা থেকে বাসে নেত্রকোনা। তারপর নেত্রকোনা থেকে মোটরসাইকেলে কলমাকান্দা। কলমাকান্দা থেকে অটো তে সোজা নির্ঝর ঘাট।
Post Copied From:Muktar Mithu>Travelers of Bangladesh (ToB)